সাবেক মন্ত্রী হাছান মাহমুদকে জুতাপেটা করতে চান আ.লীগ নেতা

আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৭:৪০:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৭:৪০:০৮ অপরাহ্ন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কবির শিকদার।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি প্রকাশ্যে ‘জুতাপেটা’ করার ইচ্ছার কথা জানান। পোস্টটিতে হাছান মাহমুদের একটি ছবি শেয়ার করেন কবির শিকদার, যেখানে দেখা যায় তিনি খাবারের টেবিলে বিভিন্ন খাবার নিয়ে বসে আছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “রাজনীতি করি আর না করি… যাদের অতীব অগ্রহণযোগ্য কথোপকথনে দলের গ্রহণযোগ্যতায় ধস নেমেছিল, দেশে আসলে পাইলেই এদের জুতাপেটা করা হবে, কে কে আমার সাথে থাকবেন?”

 

এই পোস্টের পর ফেসবুকে আওয়ামী লীগ কর্মী ও সমর্থকদের মাঝে আলোচনার ঝড় ওঠে। অনেকেই কমেন্টে কবির শিকদারের প্রতি সমর্থন জানান। ওই পোস্টের বিষয়ে আজ দুপুরে কবির শিকদার বলেন, ‘এই হাছান মাহমুদরা আওয়ামী লীগকে ধ্বংস করেছে। এই টাইপের নেতাদের কারণেই আজকের আওয়ামী লীগের এই দশা। তারা বিদেশে আরাম -আয়েশের জীবন পার করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগ করেও কুমিল্লার দানব সাবেক এমপি বাহারের রোষানলে ছিলাম। ঠিকমতো রাজনীতিটা করতে পারিনি। সেই ক্ষোভ থেকে ফেসবুকে পোস্ট করেছি। আরও যারা নেতা আছে তাদের বিরুদ্ধেও লেখা চলবে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : মোঃ জুয়েল রানা


অফিস :

৫ম তলা, ১০০/এ শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা-১২০৭

ইমেইল : [email protected]

ফোন :  +8802222243049

মোবাইলঃ 01324-414545