গত ২০২২ কাতার বিশ্বকাপের পর হার যেন পিছু ছাড়ছেই না ব্রাজিলের। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে হেক্সা মিশন ব্যর্থ হয়েছে সেলেসাওদের। এরপর আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচেও দেখতে হয় পরাজয়ের মুখ। এবার আফ্রিকার আরেক দেশ সেনেগালের বিপক্ষেও হারল তারা। মঙ্গলবার ২০ জুন দিবাগত রাতে পর্তুগালের লিসবনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাদিও মানের দলের বিপক্ষে ৪-২ গোলে পরাজিত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এদিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও ব্রাজিলের জন্য তা ছিল বিশেষ কিছু। ভিনিসিয়াস জুনিয়রের সাথে হওয়া বর্ণবাদী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আফ্রিকার দুটি দেশের সাথে প্রীতি ম্যাচের আয়োজন করেছিল দেশটির ফুটবল ফেডারেশন। এর আগে গিনির বিপক্ষে বিশাল ব্যবধানে জিতলেও দ্বিতীয়টিতে আর পারেনি সেলেসাওরা।মানের দলের বিপক্ষে হজম করতে হয়েছে ৪ টি গোল।
খেলার শুরুতে এগিয়ে ছিল ব্রাজিলই। ১১ মিনিটে দলকে এগিয়ে নেন লুকাস পাকেতা। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে দারুণ হেডে গোল করেন এই মিডফিল্ডার। তবে গোল পরিশোধ করে সমত্য ফিরতে তেমন সময় নেয়নি সেনেগাল। ২২ মিনিটের মাথায় নিজেদের ভুলেই গোল খেয়ে বসে ব্রাজিল। বক্সের ভিতরে বল ক্লিয়ার করতে গিয়ে জোয়েলিনটন পাস দিয়ে বসেন প্রতিপক্ষের হাবিব দিয়ালোকে।
এমন সুযোগে জোরালো শটে গোল করতে ভুল করেননি তিনি। ফলে সমতায় ফেরে সেনেগাল। প্রথমার্ধ্বে আরও বেশ কয়েকবার গোল করার সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন সেলেসাও ফুটবলাররা। দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই আবার সুযোগ পায় ব্রাজিল। ভিনির পাস থেকে পাওয়া বলে দানিল শট নিলে তা চলে যায় বারের উপর দিয়ে।
এরপরই আবারো নিজেদের ভুলে গোল খেয়ে বসে ব্রাজিল। মানের ক্রসে দিয়ায়োর হেড ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালেই বল পাঠান মার্কিনিয়োস। এক গলের লিড পেয়ে ব্যবধান দ্বিগুণ করতে সময় নেননি সাদিও মানে। ৫৫ মিনিটে কোনাকুনি শটে ব্যবধান ৩-১ করেন তিনি। পিছিয়ে পড়া ব্রাজিলও তখন সময়তায় ফেরার নেশায় মত্ত।
এরই ধারাবাহিকতায় ৫৮ মিনিটে সেলেসাওদের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্কিনিয়োস নিজেই। বা পায়ের নেয়া শটে বল জালে পাঠান তিনি। এরপর শেষ পর্যন্ত দুই দলই গোলের নেশায় শাণ দিয়েছে আক্রমণে। কিন্তু ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে নিকোলাস জ্যাকসন একা পেয়ে যান ব্রাজিল গোলরক্ষক এডেরসনকে। গোল বাঁচাতে এগিয়ে এসে তাকে ফেলে দেন সেলেসাও গোলরক্ষক।
ফলে পেনাল্টি পায় সেনেগাল। আর এ সুযোগে সফল স্পট কিকে স্কোরলাইন ৪-২ করেন সাদিও মানে। শেষ পর্যন্ত বড় হার নিয়েই মাঠ ছাড়তে ভিনিসিয়াসদের। দুই দলের দ্বিতীয়বারের দেখায় এটি সেনেগালের প্রথম জয়। প্রথমবারের দেখায়ও জয় পায়নি ব্রাজিল। ২০১৯ সালে সিঙ্গাপুরে সে ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।
এদিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও ব্রাজিলের জন্য তা ছিল বিশেষ কিছু। ভিনিসিয়াস জুনিয়রের সাথে হওয়া বর্ণবাদী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আফ্রিকার দুটি দেশের সাথে প্রীতি ম্যাচের আয়োজন করেছিল দেশটির ফুটবল ফেডারেশন। এর আগে গিনির বিপক্ষে বিশাল ব্যবধানে জিতলেও দ্বিতীয়টিতে আর পারেনি সেলেসাওরা।মানের দলের বিপক্ষে হজম করতে হয়েছে ৪ টি গোল।
খেলার শুরুতে এগিয়ে ছিল ব্রাজিলই। ১১ মিনিটে দলকে এগিয়ে নেন লুকাস পাকেতা। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে দারুণ হেডে গোল করেন এই মিডফিল্ডার। তবে গোল পরিশোধ করে সমত্য ফিরতে তেমন সময় নেয়নি সেনেগাল। ২২ মিনিটের মাথায় নিজেদের ভুলেই গোল খেয়ে বসে ব্রাজিল। বক্সের ভিতরে বল ক্লিয়ার করতে গিয়ে জোয়েলিনটন পাস দিয়ে বসেন প্রতিপক্ষের হাবিব দিয়ালোকে।
এমন সুযোগে জোরালো শটে গোল করতে ভুল করেননি তিনি। ফলে সমতায় ফেরে সেনেগাল। প্রথমার্ধ্বে আরও বেশ কয়েকবার গোল করার সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন সেলেসাও ফুটবলাররা। দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই আবার সুযোগ পায় ব্রাজিল। ভিনির পাস থেকে পাওয়া বলে দানিল শট নিলে তা চলে যায় বারের উপর দিয়ে।
এরপরই আবারো নিজেদের ভুলে গোল খেয়ে বসে ব্রাজিল। মানের ক্রসে দিয়ায়োর হেড ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালেই বল পাঠান মার্কিনিয়োস। এক গলের লিড পেয়ে ব্যবধান দ্বিগুণ করতে সময় নেননি সাদিও মানে। ৫৫ মিনিটে কোনাকুনি শটে ব্যবধান ৩-১ করেন তিনি। পিছিয়ে পড়া ব্রাজিলও তখন সময়তায় ফেরার নেশায় মত্ত।
এরই ধারাবাহিকতায় ৫৮ মিনিটে সেলেসাওদের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্কিনিয়োস নিজেই। বা পায়ের নেয়া শটে বল জালে পাঠান তিনি। এরপর শেষ পর্যন্ত দুই দলই গোলের নেশায় শাণ দিয়েছে আক্রমণে। কিন্তু ম্যাচের যোগ করা সময়ের শেষ দিকে নিকোলাস জ্যাকসন একা পেয়ে যান ব্রাজিল গোলরক্ষক এডেরসনকে। গোল বাঁচাতে এগিয়ে এসে তাকে ফেলে দেন সেলেসাও গোলরক্ষক।
ফলে পেনাল্টি পায় সেনেগাল। আর এ সুযোগে সফল স্পট কিকে স্কোরলাইন ৪-২ করেন সাদিও মানে। শেষ পর্যন্ত বড় হার নিয়েই মাঠ ছাড়তে ভিনিসিয়াসদের। দুই দলের দ্বিতীয়বারের দেখায় এটি সেনেগালের প্রথম জয়। প্রথমবারের দেখায়ও জয় পায়নি ব্রাজিল। ২০১৯ সালে সিঙ্গাপুরে সে ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।