এবার বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে দেখা করে আনন্দিত বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার। সাকিবের কাছ থেকে পাওয়া জার্সি গায়ে জড়াতে আর অপেক্ষা করতে পারছেন না সারাহ কুক।
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে ব্রিটেনের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পান সারাহ ক্যাথেরিন কুক। সম্প্রতি তিনি দেখা করেছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের সাথে।
বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুক ব্রিটিশ দূতাবাসে সাকিবের সাথে আলোচনায় মেতে উঠেন চলমান অ্যাশেজ ও বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ নিয়ে। এরপর তিনি নিজেই বললেন, সাকিবের সাথে চ্যাট দারুণ উপভোগ করেছেন।
টুইটারে সাকিব আল হাসানের সাথে জার্সি হাতে নিয়ে এক ছবির ক্যাপশনে সারাহ কুক লিখেন, ‘সাকিব আল হাসানের সাথে ক্রিকেটে নিয়ে আলোচনা সত্যিই উপভোগ করেছি। আমরা আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড জয়ের পাশাপাশি অ্যাশেজ ২০২৩ নিয়ে আলোচনা করেছি। আমি নতুন জার্সি পরার জন্য উন্মুখ!’
এদিকে সাকিবের সই সম্বলিত বাংলাদেশ জাতীয় দলের জার্সি পেয়ে আপ্লুত ব্রিটিশ হাইকমিশনার। তিনি মুখিয়ে আছেন ৭৫ নম্বর এই জার্সি গায়ে দিতে।
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে ব্রিটেনের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পান সারাহ ক্যাথেরিন কুক। সম্প্রতি তিনি দেখা করেছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের সাথে।
বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুক ব্রিটিশ দূতাবাসে সাকিবের সাথে আলোচনায় মেতে উঠেন চলমান অ্যাশেজ ও বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ নিয়ে। এরপর তিনি নিজেই বললেন, সাকিবের সাথে চ্যাট দারুণ উপভোগ করেছেন।
টুইটারে সাকিব আল হাসানের সাথে জার্সি হাতে নিয়ে এক ছবির ক্যাপশনে সারাহ কুক লিখেন, ‘সাকিব আল হাসানের সাথে ক্রিকেটে নিয়ে আলোচনা সত্যিই উপভোগ করেছি। আমরা আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড জয়ের পাশাপাশি অ্যাশেজ ২০২৩ নিয়ে আলোচনা করেছি। আমি নতুন জার্সি পরার জন্য উন্মুখ!’
এদিকে সাকিবের সই সম্বলিত বাংলাদেশ জাতীয় দলের জার্সি পেয়ে আপ্লুত ব্রিটিশ হাইকমিশনার। তিনি মুখিয়ে আছেন ৭৫ নম্বর এই জার্সি গায়ে দিতে।