বগুড়ায় ছিনতাইয়ে বাধা দেয়ায় জোজিফ হোসেন প্রতীক নামে এক সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। আহত অবস্থায় তাকে বগুড়ার মুহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরের শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে। আহত জোজিফ হোসেন প্রতীক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবে কর্মরত।
জোজিফ হোসেন প্রতীক জানান, দুপুর সোয়া ১টার দিকে খান্দারে ছিনতাই করছিলেন কয়েকজন যুবক। এ সময় তাদেরকে বাধা দিলে তারা তার ওপর হামলা করে। তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে পিঠ, মাথা ও মুখে যখম করা হয়। এ সময় হামলাকারীদের মাঝে সুমন, কাদের, শামীমসহ অনেকেই ছিলেন।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি দুঃখজনক। আমরা ইতোমধ্যে সিসিটিভির ক্যামেরা দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জোজিফ হোসেন প্রতীক জানান, দুপুর সোয়া ১টার দিকে খান্দারে ছিনতাই করছিলেন কয়েকজন যুবক। এ সময় তাদেরকে বাধা দিলে তারা তার ওপর হামলা করে। তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে পিঠ, মাথা ও মুখে যখম করা হয়। এ সময় হামলাকারীদের মাঝে সুমন, কাদের, শামীমসহ অনেকেই ছিলেন।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি দুঃখজনক। আমরা ইতোমধ্যে সিসিটিভির ক্যামেরা দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।