এবার টার্গেট ৩২০ রান, ওভার কমিয়ে আনা হয়েছে ৪৫-এ। যদিও ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী এবং প্রতিপক্ষ হলো আয়ারল্যান্ড, তবু ইংল্যান্ডের কন্ডিশনে এই ম্যাচ জেতা সম্ভব কি না, তা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। ৯ রানে তামিম এবং ৪০ রানে লিটন বিদায় হওয়ার পর সেই শঙ্কা আরো জেঁকে বসল।
কিন্তু না, তখনো তো উইকেটে ছিলেন নাজমুল হোসেন শান্ত! আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে সেদিন বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই টপ অর্ডার ব্যাটার। তার ৯৩ বলে ১১৭ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে তিন অঙ্ক ছোঁয়ার পর পাখির মতো উড়েছিলেন শান্ত।
ছুড়ে দিয়েছিলেন উড়ন্ত চুম্বন। ৩ বল হাতে রেখেই জিতে যায় বাংলাদেশ। শান্তর সেই সুপরিচিত উদযাপনের দৃশ্য পরপর দুইবার দেখা যায় সদ্য শেষ হওয়া ঢাকা টেস্টে। আফগানিস্তানের বিপক্ষে ৫৪৬ রানে জয়ের ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শান্ত (১৪৬ ও ১২৪)।
এই কীর্তি এত দিন ছিল শুধু মমিনুল হকের। কয়েক মাস আগেও রানের জন্য ধুঁকে ধুঁকে সমালোচনা আর ট্রোল হজম করা শান্ত এখন দেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন।
এদিকে এত সব লেখার উপলক্ষ শান্ত নিজেই তৈরি করে দিলেন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে। যাতে সেঞ্চুরি উদযাপনের দুটি বাঁধাই করা ছবি হাতে দেখা যাচ্ছে শান্তকে। একটি আয়ারল্যান্ডের বিপক্ষে, অন্যটি আফগানিস্তানের বিপক্ষে। বলা বাহুল্য, ছবি দুটি শান্তকে উপহার দিয়েছেন তার স্ত্রী রত্না।
কিন্তু না, তখনো তো উইকেটে ছিলেন নাজমুল হোসেন শান্ত! আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে সেদিন বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই টপ অর্ডার ব্যাটার। তার ৯৩ বলে ১১৭ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে তিন অঙ্ক ছোঁয়ার পর পাখির মতো উড়েছিলেন শান্ত।
ছুড়ে দিয়েছিলেন উড়ন্ত চুম্বন। ৩ বল হাতে রেখেই জিতে যায় বাংলাদেশ। শান্তর সেই সুপরিচিত উদযাপনের দৃশ্য পরপর দুইবার দেখা যায় সদ্য শেষ হওয়া ঢাকা টেস্টে। আফগানিস্তানের বিপক্ষে ৫৪৬ রানে জয়ের ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শান্ত (১৪৬ ও ১২৪)।
এই কীর্তি এত দিন ছিল শুধু মমিনুল হকের। কয়েক মাস আগেও রানের জন্য ধুঁকে ধুঁকে সমালোচনা আর ট্রোল হজম করা শান্ত এখন দেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন।
এদিকে এত সব লেখার উপলক্ষ শান্ত নিজেই তৈরি করে দিলেন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে। যাতে সেঞ্চুরি উদযাপনের দুটি বাঁধাই করা ছবি হাতে দেখা যাচ্ছে শান্তকে। একটি আয়ারল্যান্ডের বিপক্ষে, অন্যটি আফগানিস্তানের বিপক্ষে। বলা বাহুল্য, ছবি দুটি শান্তকে উপহার দিয়েছেন তার স্ত্রী রত্না।