আসিফের জীবনের শ্রেষ্ঠ বছর ২০২৪, এমন বছর বারবার চান

আপলোড সময় : ০১-০১-২০২৫ ০২:০৭:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৫ ০২:০৭:৩৭ অপরাহ্ন
এবার সদ্যবিদায়ী ২০২৪ সাল নিজের জীবনের শ্রেষ্ঠ বছর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এমন বছর বারবার চান তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৫ সালের প্রথম দিনে এক পোস্টে এমন কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

তিনি বলেন, ২০২৪ ফ্যাসিবাদের পতনের বছর, হাজারো শহীদের আত্মত্যাগের বছর, আমার জীবনের শ্রেষ্ঠ বছর। ২৪ নেমে আসুক বারবার।

আসিফ মাহমুদের ওই পোস্টের নিচে তাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান নেটিজেনরা। সদ্য বিদায়ী সালে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি।

এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই প্লাটফর্মের অন্যতম সম্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মাহমুদ।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : মোঃ জুয়েল রানা


অফিস :

৫ম তলা, ১০০/এ শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা-১২০৭

ইমেইল : [email protected]

ফোন :  +8802222243049

মোবাইলঃ 01324-414545