সিরাজগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও এক শিশুর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১৫ জুন) হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার ঢাকা-বগুড়া মহাসড়কের ফুলছোর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, বৃহস্পতিবার সকালে ওই কলেজের সামনে একটি লোকাল বাস ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, এ সময় ঘটনাস্থলেই এক নারী নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পরে এক নারীসহ সাত মাসের এক শিশু নিহত হন।
এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার ঢাকা-বগুড়া মহাসড়কের ফুলছোর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, বৃহস্পতিবার সকালে ওই কলেজের সামনে একটি লোকাল বাস ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, এ সময় ঘটনাস্থলেই এক নারী নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পরে এক নারীসহ সাত মাসের এক শিশু নিহত হন।