নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট খারদিয়া গ্রামের আলমগীর মাতব্বর হত্যা মামলার প্রধান আসামিসহ চার আসামিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -৮) ফরিদপুর। মঙ্গলবার (১৩ জুন) দুপুরের দিকে তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার আটকের সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- কাউসার মাতব্বর (৫৫) সারোয়ার মাতব্বর (৫০), সানু মাতব্বর (৫৩) ও সিরাজুল ইসলাম সিরু (৫০)। এদের মধ্যে কাউসার প্রধান আসামি।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (১২ জুন) বিকেলে ঢাকার রমনা থানা এলাকায় র্যাব-৩ ও ৮ -এর যৌথ অভিযানে ওই চার আসামিকে আটক করা হয়। আটকের পর আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানান, এতদিন আটকের ভয়ে তারা আত্মগোপনে ছিলেন। তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- কাউসার মাতব্বর (৫৫) সারোয়ার মাতব্বর (৫০), সানু মাতব্বর (৫৩) ও সিরাজুল ইসলাম সিরু (৫০)। এদের মধ্যে কাউসার প্রধান আসামি।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (১২ জুন) বিকেলে ঢাকার রমনা থানা এলাকায় র্যাব-৩ ও ৮ -এর যৌথ অভিযানে ওই চার আসামিকে আটক করা হয়। আটকের পর আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানান, এতদিন আটকের ভয়ে তারা আত্মগোপনে ছিলেন। তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।