বিশ্বের প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই খেলেছেন সাকিব আল হাসান। এবার লঙ্কান প্রিমিয়ার লিগের পর এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও খেলবেন এই অলরাউন্ডার। কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগের দল মন্ট্রিল টাইগার্সের আইকন খেলোয়াড় হয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার। তবে শুধু সাকিবই নয়, কানাডার এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেয়েছেন দেশসেরা ব্যাটার লিটন কুমার দাস। আসন্ন মৌসুমে সারে জাগুয়ার্সের হয়ে খেলতে দেখা যাবে উইকেটকিপার এই ব্যাটারকে। গত মঙ্গলবার (১৩ জুন) এই ফ্র্যাঞ্চাইজি লিগটির তৃতীয় আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়।
সারে জাগুয়ার্সে লিটন ছাড়াও রয়েছেন বিশ্বের বেশ কয়েকজন নামিদামী তারকা ক্রিকেটার। এদের মধ্যে অন্যতম হলেন- অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানে।
এবারের আসরে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে। প্রতিটি দলে খেলোয়াড় থাকবে ১৬ জন করে। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৫টি। এর আগে এই টুর্নামেন্টে খেলেছেন ক্রিস গেইল, যুবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো ক্রিকেটাররা।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে শুরু হওয়া টুর্নামেন্টটি সর্বশেষ হয় ২০১৯ সালে। মাঝে করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর লিগটি হয়নি। এবার আবার শুরু হচ্ছে। ছয় দলের এই টুর্নামেন্টে প্রতি দলের স্কোয়াডে ১৬ জন খেলোয়াড় থাকবেন। দুজন করে খেলোয়াড় হবেন আইকন। সেই হিসাবেই মন্ট্রিল টাইগার্সে আইকন খেলোয়াড় সাকিব ও রাসেল। আগামী ২০ জুলাই শুরু হবে লিগটি। শেষ হবে ৬ আগস্ট।
সারে জাগুয়ার্সে লিটন ছাড়াও রয়েছেন বিশ্বের বেশ কয়েকজন নামিদামী তারকা ক্রিকেটার। এদের মধ্যে অন্যতম হলেন- অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানে।
এবারের আসরে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে। প্রতিটি দলে খেলোয়াড় থাকবে ১৬ জন করে। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৫টি। এর আগে এই টুর্নামেন্টে খেলেছেন ক্রিস গেইল, যুবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো ক্রিকেটাররা।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে শুরু হওয়া টুর্নামেন্টটি সর্বশেষ হয় ২০১৯ সালে। মাঝে করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর লিগটি হয়নি। এবার আবার শুরু হচ্ছে। ছয় দলের এই টুর্নামেন্টে প্রতি দলের স্কোয়াডে ১৬ জন খেলোয়াড় থাকবেন। দুজন করে খেলোয়াড় হবেন আইকন। সেই হিসাবেই মন্ট্রিল টাইগার্সে আইকন খেলোয়াড় সাকিব ও রাসেল। আগামী ২০ জুলাই শুরু হবে লিগটি। শেষ হবে ৬ আগস্ট।