এবার বেনাপোল চেকপোস্ট দিয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর ৭৫ জন ভক্ত ভারতে গেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদিন বিকেল সাড়ে ৫টায় তারা ভারতে প্রবেশ করেন। জানা যায়, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকন ভক্তরা ভারতে যাবার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন।
ভারত গমনকারী ঢাকার সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস ব্রক্ষ্মচারী জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যাচ্ছেন। সেখানে তাদের অন্য কোন কর্মসূচি নেই। এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া জানান, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাবার সময় ইসকনের ৮৩ ভক্তকে ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সেসময় ইমিগ্রেশন থেকে বলা হয় সন্দেহজনক যাত্রা মনে করে তাদের ভ্রমণ রোধ করা হয়।
ভারত গমনকারী ঢাকার সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস ব্রক্ষ্মচারী জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যাচ্ছেন। সেখানে তাদের অন্য কোন কর্মসূচি নেই। এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া জানান, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাবার সময় ইসকনের ৮৩ ভক্তকে ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সেসময় ইমিগ্রেশন থেকে বলা হয় সন্দেহজনক যাত্রা মনে করে তাদের ভ্রমণ রোধ করা হয়।