দীর্ঘ চার বছর পর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এক টেস্টের এই সিরিজের একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিং নামবে বাংলাদেশ। মিরপুরে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল দশটায়। এ ম্যাচটিতে বাংলাদেশের ১২তম অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে লিটন দাসের। ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
বুধবার (১৪ জুন) সকাল ১০টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। টাইগারদের সাদা পোশাকের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের ইনজুরিতে মাঠের বাইরে আছেন। এদিকে কোমরের ইনজুরিতে এ ম্যাচ থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবালও। গতকাল এক বিবৃতিতে টাইগারদের ওয়ানডে অধিনায়কের না খেলার বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
সফরকারী আফগানদের দলে নেই তাদের তারকা অলরাউন্ডার রশিদ খান। তিনিও ইনজুরির কারণে ছিটকে গেছেন এ ম্যাচ থেকে। এছাড়াও আইপিএলে আল ছড়ানো স্পিনার নূর আহমদে ও মুজিবুর রহমানও থাকছেনা এ সিরিজে।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।
আফগানিস্তানের একাদশ:
হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।
বুধবার (১৪ জুন) সকাল ১০টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। টাইগারদের সাদা পোশাকের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের ইনজুরিতে মাঠের বাইরে আছেন। এদিকে কোমরের ইনজুরিতে এ ম্যাচ থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবালও। গতকাল এক বিবৃতিতে টাইগারদের ওয়ানডে অধিনায়কের না খেলার বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
সফরকারী আফগানদের দলে নেই তাদের তারকা অলরাউন্ডার রশিদ খান। তিনিও ইনজুরির কারণে ছিটকে গেছেন এ ম্যাচ থেকে। এছাড়াও আইপিএলে আল ছড়ানো স্পিনার নূর আহমদে ও মুজিবুর রহমানও থাকছেনা এ সিরিজে।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।
আফগানিস্তানের একাদশ:
হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।