এবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশের পর আদালতে বিক্ষোভ করছেন তার অনুসারীরা। তারা চিন্ময় কৃষ্ণকে বহন করা প্রিজনভ্যান আটকে দিয়েছেন। অনেকে প্রিজনভ্যানের সামনে শুয়ে পড়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যার কারণে প্রিজনভ্যানটি আদালত চত্বরে আটকা পড়েছে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার আগে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময় কৃষ্ণের জামিন না মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্রকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক পাহারায় প্রিজনভ্যানে ওঠানো হয়। কিন্তু তার অনুসারীদের বিক্ষোভের কারণে পুলিশের প্রিজনভ্যানটি আদালত প্রাঙ্গণ থেকে বের হতে পারেনি।
এসময় প্রিজনভ্যান থেকে বিক্ষোভকারীদের চিন্ময় কৃষ্ণ শান্ত হয়ে ধৈর্য ধারণ করতে বলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ২টা ১৫ মিনিট) প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করছিলেন চিন্ময় কৃষ্ণের অনুসারীরা।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার আগে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময় কৃষ্ণের জামিন না মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্রকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক পাহারায় প্রিজনভ্যানে ওঠানো হয়। কিন্তু তার অনুসারীদের বিক্ষোভের কারণে পুলিশের প্রিজনভ্যানটি আদালত প্রাঙ্গণ থেকে বের হতে পারেনি।
এসময় প্রিজনভ্যান থেকে বিক্ষোভকারীদের চিন্ময় কৃষ্ণ শান্ত হয়ে ধৈর্য ধারণ করতে বলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ২টা ১৫ মিনিট) প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করছিলেন চিন্ময় কৃষ্ণের অনুসারীরা।