এবার আঙুলের চোট সেরে না ওঠায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজও খেলতে পারবেন না মুশফিকুর রহিম। তবে কুচকিতে চোট পাওয়া নাজমুল হোসেন শান্তর অবস্থা উন্নতির দিকে। এর আগে তাকে টেস্ট সিরিজে দেখা না গেলেও ধারণা করা হচ্ছে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরতে পারেন শান্ত। শনিবার (২৩ নভেম্বর) বিসিবির একটি সূত্র থেকে এসব তথ্য জানা যায়।
এদিকে শান্তর পাশাপাশি ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন তানজিম সাকিবও। গেল অক্টোবরে ইনজুরিতে পড়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি। ফিটনেস পরীক্ষায় পাস করে এই পেসার এখন ওয়েস্ট ইন্ডিজে। তবে জাতীয় দলের বহরে যোগ দেয়ার আগে গায়ানা অ্যামাজনের হয়ে খেলবেন গ্লোবাল সুপার লিগে।
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। আর এই চোটের কবলে পড়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন এই অভিজ্ঞ ব্যাটার।
অ্যান্টিনায় প্রথম টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ৩০ নভেম্বর দ্বিতীয় টেস্ট জ্যামাইকায়। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এদিকে শান্তর পাশাপাশি ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন তানজিম সাকিবও। গেল অক্টোবরে ইনজুরিতে পড়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি। ফিটনেস পরীক্ষায় পাস করে এই পেসার এখন ওয়েস্ট ইন্ডিজে। তবে জাতীয় দলের বহরে যোগ দেয়ার আগে গায়ানা অ্যামাজনের হয়ে খেলবেন গ্লোবাল সুপার লিগে।
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। আর এই চোটের কবলে পড়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন এই অভিজ্ঞ ব্যাটার।
অ্যান্টিনায় প্রথম টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ৩০ নভেম্বর দ্বিতীয় টেস্ট জ্যামাইকায়। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।