এবার আগামী ২২ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পুর্ণাঙ্গ সিরিজ। যেখানে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি। এই সিরিজের ওয়ানডে ফরম্যাটেই দেখা যাবে সাকিব আল হাসানকে। নিশ্চিত করেছেন টাইগার এই অলরাউন্ডার নিজেই।
এদিকে পর্দা উঠছে আবুধাবি টি-টেন লিগের অষ্টম আসরের। এ কারণেই আসর শুরুর আগের দিন, অর্থাৎ গতকাল ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিলো 'প্রেস মিট'। সেখানেই এক সাংবাদিকের প্রশ্ন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসানকে, 'সাকিব ভাই, আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারবো?
সাকিবের হাস্যোজ্জ্বল জবাব, 'এই টুর্নামেন্টের পরেই!' ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, অপরদিকে ২ ডিসেম্বরেই শেষ হয়ে যাবে আবুধাবি টি-টেন লিগের ফাইনাল। ফলে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের সাথে যোগ দেখার জন্য সাকিবের হাতে থাকবে যথেষ্ট সময়।
এই সিরিজের মাধ্যমে প্রায় দুইমাস পর জাতীয় দলের হয়ে মাঠে নামবেন সাকিব। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসরে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারকে জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে এই অলরাউন্ডার জানান, এখন তার পুরো ফোকাস আবুধাবি টি-টেনকে কেন্দ্র করেই।
এই কথার প্রমাণ পাওয়া যায় সাকিবের কাজের মাধ্যমেও। নিয়মিত দলের সঙ্গে করছেন অনুশীলন, ব্যাটে বলে সারছেন সেরা প্রস্তুতি। পাশাপাশি কোচ এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেও সাজাচ্ছেন টুর্নামেন্ট জুড়ে নিজেদের পরিকল্পনা। একইভাবে পুরো দলের লক্ষ্যই যেনো এক, জেতাতে চান বাংলা টাইগার্সকে। অনুশীলনে কোচ ইউনিস খানের সঙ্গে ক্রিকেটাররা ম্যাচের আগেরদিনও পুরোটা সময় জুড়ে করেন দলগত অনুশীলন। বিশেষ করে ফিল্ডিংয়ে দলটিকে প্রাধান্য দিতে দেখা যায় বেশি।
আজ ২১ নভেম্বর থেকে শুরু হবে টি-টেন লিগের ৮ম আসর। আর সেখানে অংশগ্রহন করবে ১০ টি দল। যেখানে বাংলা টাইগার্সের অধিনায়ক হিসেবে থাকবেন সাকিব। ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। সাকিবের বাংলা টাইগার্স মাঠে নামবে প্রথম দিনই, ২য় ম্যাচে। যা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে। এ ছাড়াও ২৩, ২৫, ২৫, ২৭, ২৮ এবং ৩০ নভেম্বর বাংলা টাইগার্স খেলবে তাদের বাকি ম্যাচগুলো। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবগুলো খেলা।
এদিকে পর্দা উঠছে আবুধাবি টি-টেন লিগের অষ্টম আসরের। এ কারণেই আসর শুরুর আগের দিন, অর্থাৎ গতকাল ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিলো 'প্রেস মিট'। সেখানেই এক সাংবাদিকের প্রশ্ন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসানকে, 'সাকিব ভাই, আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারবো?
সাকিবের হাস্যোজ্জ্বল জবাব, 'এই টুর্নামেন্টের পরেই!' ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, অপরদিকে ২ ডিসেম্বরেই শেষ হয়ে যাবে আবুধাবি টি-টেন লিগের ফাইনাল। ফলে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের সাথে যোগ দেখার জন্য সাকিবের হাতে থাকবে যথেষ্ট সময়।
এই সিরিজের মাধ্যমে প্রায় দুইমাস পর জাতীয় দলের হয়ে মাঠে নামবেন সাকিব। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসরে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারকে জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে এই অলরাউন্ডার জানান, এখন তার পুরো ফোকাস আবুধাবি টি-টেনকে কেন্দ্র করেই।
এই কথার প্রমাণ পাওয়া যায় সাকিবের কাজের মাধ্যমেও। নিয়মিত দলের সঙ্গে করছেন অনুশীলন, ব্যাটে বলে সারছেন সেরা প্রস্তুতি। পাশাপাশি কোচ এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেও সাজাচ্ছেন টুর্নামেন্ট জুড়ে নিজেদের পরিকল্পনা। একইভাবে পুরো দলের লক্ষ্যই যেনো এক, জেতাতে চান বাংলা টাইগার্সকে। অনুশীলনে কোচ ইউনিস খানের সঙ্গে ক্রিকেটাররা ম্যাচের আগেরদিনও পুরোটা সময় জুড়ে করেন দলগত অনুশীলন। বিশেষ করে ফিল্ডিংয়ে দলটিকে প্রাধান্য দিতে দেখা যায় বেশি।
আজ ২১ নভেম্বর থেকে শুরু হবে টি-টেন লিগের ৮ম আসর। আর সেখানে অংশগ্রহন করবে ১০ টি দল। যেখানে বাংলা টাইগার্সের অধিনায়ক হিসেবে থাকবেন সাকিব। ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। সাকিবের বাংলা টাইগার্স মাঠে নামবে প্রথম দিনই, ২য় ম্যাচে। যা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে। এ ছাড়াও ২৩, ২৫, ২৫, ২৭, ২৮ এবং ৩০ নভেম্বর বাংলা টাইগার্স খেলবে তাদের বাকি ম্যাচগুলো। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবগুলো খেলা।