এবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে চাইলেও অনুমতি দেয়নি দেশটি। মূলত তুর্কি আকাশসীমা ব্যবহার করে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন হারজোগ। তবে তুরস্কের মানায় পরে শনিবার ‘নিরাপত্তাজনতি উদ্বেগ’ দেখিয়ে এই সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেন তিনি। খবর ডেইলি সাবাহর।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে অবরুদ্ধ ছোট্ট এই উপত্যকায় সাড়ে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখের বেশি আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।
এক বছর পর এই যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নয়। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
এদিকে গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার চরম বিরোধী তুরস্ক। গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দিয়েছে দেশটি। একই সঙ্গে ইসরায়েলেল ওপর চাপ প্রয়োগ এবং যুদ্ধ বন্ধ করতে বিশ্বমঞ্চে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমন অবস্থায় ইসরায়েলি প্রেসিডেন্ট তুর্কি আকাশপথ ব্যবহারের অনুমতি চাইলেও তা পাননি।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে অবরুদ্ধ ছোট্ট এই উপত্যকায় সাড়ে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখের বেশি আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।
এক বছর পর এই যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নয়। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
এদিকে গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার চরম বিরোধী তুরস্ক। গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দিয়েছে দেশটি। একই সঙ্গে ইসরায়েলেল ওপর চাপ প্রয়োগ এবং যুদ্ধ বন্ধ করতে বিশ্বমঞ্চে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমন অবস্থায় ইসরায়েলি প্রেসিডেন্ট তুর্কি আকাশপথ ব্যবহারের অনুমতি চাইলেও তা পাননি।