এবার রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতির পর অপহরণ করে নিয়ে যাওয়া সেই শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। আজ শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছে র্যাব।
এদিকে র্যাবের বার্তায় বলা হয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস। তবে র্যাবের তরফ থেকে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে জানানো হয়নি।
এর আগে, রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনে দুপুরে ঘটে রহস্যজনক এক ডাকাতির ঘটনা। ডাকাতি শেষে স্বর্ণ নগদ টাকার সাথে নিয়ে যায় ৮ মাস বয়সী দুধের শিশুকেও। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আলোড়ন পড়ে যায় পুরো এলাকায়।
এদিকে র্যাবের বার্তায় বলা হয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস। তবে র্যাবের তরফ থেকে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে জানানো হয়নি।
এর আগে, রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনে দুপুরে ঘটে রহস্যজনক এক ডাকাতির ঘটনা। ডাকাতি শেষে স্বর্ণ নগদ টাকার সাথে নিয়ে যায় ৮ মাস বয়সী দুধের শিশুকেও। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আলোড়ন পড়ে যায় পুরো এলাকায়।