এবার দীর্ঘমেয়াদি সংস্কার রাজনীতিবিদদেরই করতে হবে, বলেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পিকেএসএফ দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার শুধু স্বল্প ও মধ্যমেয়াদি সংস্কার করবে। একটা পথরেখা তৈরি করে দেবে। তবে এই পথ এগিয়ে নিতে হবে রাজনীতিবিদদেরই। এই পথ এড়ানো কোনভাবেই ঠিক হবে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
এ সময় ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনীতির ক্ষতটা অনেক গভীর। সব জায়গায় বিশৃঙ্খলায় ভরা। দ্রব্যমূল্য নিয়ে অধৈর্য্য না হওয়ার পরামর্শ তার।
তিনি বলেন, দেশে ভালো প্রতিষ্ঠানের অভাব। সুন্দর ভবন আছে, কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। তবে সমাজের সবাই ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে এটাই আশার কথা বলে মত তার।
এদিকে বিশ্বব্যাংক, আইএমএফসহ সবাই বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছে বলেও জানান অর্থ উপদেষ্টা।
এ সময় ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনীতির ক্ষতটা অনেক গভীর। সব জায়গায় বিশৃঙ্খলায় ভরা। দ্রব্যমূল্য নিয়ে অধৈর্য্য না হওয়ার পরামর্শ তার।
তিনি বলেন, দেশে ভালো প্রতিষ্ঠানের অভাব। সুন্দর ভবন আছে, কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। তবে সমাজের সবাই ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে এটাই আশার কথা বলে মত তার।
এদিকে বিশ্বব্যাংক, আইএমএফসহ সবাই বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছে বলেও জানান অর্থ উপদেষ্টা।