এবার এক কঠিন সময় পার করছে অন্তর্বর্তী সরকার। তাই ভুল ত্রুটি বড় করে না দেখে সহযোগিতার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এসডিএফ আয়োজিত গণঅভুত্থানে শহিদ পরিবার ও আহতের মাঝে অর্থ সহায়তা প্রদান শেষে তিনি এ কথা বলেন। এ সময় এসডিএফকে বিদেশি ঋণের অর্থ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সংস্থাটির সুবিধাভোগী আবু সাঈদসহ সাত শহিদের পরিবারের প্রত্যেককে দুই লাখ টাকার চেক তুলে দেন অর্থ উপদেষ্টা। পাশাপাশি গুরুতর আহত ব্যক্তিদের এক লাখ ও আহত ব্যক্তিদের ৫০ হাজার টাকার অর্থ সহায়তা দেয় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এসডিএফ আয়োজিত গণঅভুত্থানে শহিদ পরিবার ও আহতের মাঝে অর্থ সহায়তা প্রদান শেষে তিনি এ কথা বলেন। এ সময় এসডিএফকে বিদেশি ঋণের অর্থ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সংস্থাটির সুবিধাভোগী আবু সাঈদসহ সাত শহিদের পরিবারের প্রত্যেককে দুই লাখ টাকার চেক তুলে দেন অর্থ উপদেষ্টা। পাশাপাশি গুরুতর আহত ব্যক্তিদের এক লাখ ও আহত ব্যক্তিদের ৫০ হাজার টাকার অর্থ সহায়তা দেয় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।