এবার রাজধানীর একটি বাসা থেকে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রামপুরার চৌধুরীপাড়া শিশু পার্কের পাশের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে নিহতরা হলেন, পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মোটরসাইকেল গ্যারেজ মালিক জুবায়ের হোসেন বিপুল (২৭) ও গাজীপুরের কাপাসিয়া থানার নলগাঁও গ্রামের হোসেন বেপারীর মেয়ে মনিসা আক্তার (১৮)।
জানা গেছে, এদিন বিকেলে স্থানীয়রা রুমের জানালা দিয়ে তাদেরকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই মাস আগে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন জুবায়ের ও মনিসা।
এ বিষয়ে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসেদ মিয়া জানান, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
এদিকে নিহতরা হলেন, পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মোটরসাইকেল গ্যারেজ মালিক জুবায়ের হোসেন বিপুল (২৭) ও গাজীপুরের কাপাসিয়া থানার নলগাঁও গ্রামের হোসেন বেপারীর মেয়ে মনিসা আক্তার (১৮)।
জানা গেছে, এদিন বিকেলে স্থানীয়রা রুমের জানালা দিয়ে তাদেরকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই মাস আগে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন জুবায়ের ও মনিসা।
এ বিষয়ে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসেদ মিয়া জানান, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।