এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ৪৪৪ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৬৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের ২৯৬ রানে অলআউট হয় ভারত। ফলে ১৭৩ রানের লিড পায় অজিরা। নিজদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
এদিকে ১৭৩ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ২৪ রানে দুই ওপেনারকে হারায় তারা। এরপর স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন মার্নাস লাবুশানে। তবে দলীয় ৮৬ রানে ৪৭ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরে যান স্মিথ।
তার বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ১১১ রানে ২৭ বলে ১৮ রান করে হেড ও দলীয় ১২৪ রানে ১২৬ রানে ৪১ রান করে আউট হন লাবুশানে। এরপর অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন ক্যামেরুন গ্রিন। তবে দলীয় ১৬৭ রানে ৯৫ বলে ২৫ রান করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন গ্রিন।
এরপর ক্রিজে আসা মিচেল স্টার্ককে সঙ্গে নিয়ে সপ্তম উইকেট জুটিতে ৯৩ রান সংগ্রহ করেন ক্যারি। সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশতক পূরণ করেন এই অজি উইকেটরক্ষক। তবে দলীয় ২৬০ রানে ৫৭ বলে ৪১ রান করে আউট হন স্টার্ক।
এদিকে স্টার্কের বিদায়ের পর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান প্যাট কামিন্স। সেইসঙ্গে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ভারতকে ৪৪৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অজিরা। অ্যালেক্স ক্যারি ১০৫ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে জাদেজা ৩টি ও যাদব-সিরাজ নেন ২টি করে উইকেট।
এদিকে ১৭৩ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ২৪ রানে দুই ওপেনারকে হারায় তারা। এরপর স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন মার্নাস লাবুশানে। তবে দলীয় ৮৬ রানে ৪৭ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরে যান স্মিথ।
তার বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ১১১ রানে ২৭ বলে ১৮ রান করে হেড ও দলীয় ১২৪ রানে ১২৬ রানে ৪১ রান করে আউট হন লাবুশানে। এরপর অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন ক্যামেরুন গ্রিন। তবে দলীয় ১৬৭ রানে ৯৫ বলে ২৫ রান করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন গ্রিন।
এরপর ক্রিজে আসা মিচেল স্টার্ককে সঙ্গে নিয়ে সপ্তম উইকেট জুটিতে ৯৩ রান সংগ্রহ করেন ক্যারি। সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশতক পূরণ করেন এই অজি উইকেটরক্ষক। তবে দলীয় ২৬০ রানে ৫৭ বলে ৪১ রান করে আউট হন স্টার্ক।
এদিকে স্টার্কের বিদায়ের পর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান প্যাট কামিন্স। সেইসঙ্গে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ভারতকে ৪৪৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অজিরা। অ্যালেক্স ক্যারি ১০৫ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে জাদেজা ৩টি ও যাদব-সিরাজ নেন ২টি করে উইকেট।