কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের স্ত্রী

আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০৬:০৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০৬:০৫:৪৭ অপরাহ্ন
এবার রাষ্ট্রীয় উপহার অবৈধ বিক্রয়ের সাথে যুক্ত একটি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির গ্যারিসন শহর আদিয়ালা জেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা জানিয়েছেন, এর আগে বুধবার ইসলামাবাদ হাইকোর্ট বুশরার জামিন মঞ্জুর করেছিল।

সরকারি নিয়ম লঙ্ঘন করে রাষ্ট্রীয় উপহার ধরে রাখা ও বিক্রি করার একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর জানুয়ারিতে বুশরা বিবি ও ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তারা দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।

ইমরান খান দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। পিটিআই চেয়ারম্যান গোহর আলি খান জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর বুশরা বিবি তার ইসলামাবাদের বাসায় উঠেছেন। 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : মোঃ জুয়েল রানা


অফিস :

৫ম তলা, ১০০/এ শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা-১২০৭

ইমেইল : [email protected]

ফোন :  +8802222243049

মোবাইলঃ 01324-414545