এবার নিরাপত্তাঝুঁকির কারণে মিরপুর টেস্ট সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট হচ্ছে না। তবে সাকিব এই টেস্টে না খেললেও আলোচনায় আছেন। সেই আলোচনা-সমালোচনায় এবার খানিকটা ঘি ঢাললো আবুধাবী টি-টেনের দল বাংলা টাইগার্স।
এদিকে বাংলা টাইগার্সের নতুন ভিডিওতে দেখা দিয়েছেন সাকিব। এর আগে একই প্ল্যাটফর্মের অন্য এক ভিডিওতে সাকিব বলেছিলেন, আমাকে নিয়ে খেলবেন না। এবার নিজের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে ‘আমতত্ত্ব’র আশ্রয় নিয়েছেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজিটিকে দেয়া সাক্ষাৎকারে তাকে নিয়ে হওয়া আলোচনা-সমালোচনা প্রসঙ্গে সাকিব বলেছেন, 'যে গাছে আম বেশি সে গাছে ইটও বেশি পড়ে। যে গাছ উঁচুতে থাকে সে গাছে বাতাসও বেশি লাগে।'
গতকাল সোমবার (২১ অক্টোবর) বিকেলে বাংলা টাইগার্স নিজেদের ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে। সেখানে সাকিবকে প্রশ্ন করা হয় তাকে নিয়ে যে চারদিকে এতো আলোচনা-সমালোচনা, তার নিজের মূল্যায়ন কি?
জবাব দিতে গিয়েই টাইগার পোস্টার বয় বলেন, ‘আমি মনে করি এগুলো হওয়া উচিৎ, এগুলো হয়। আমি যদি উদাহরণ দিই, যে গাছে আম বেশি থাকে সে গাছে ইটটাও বেশি পড়ে। যে গাছটা যত উঁচু সে গাছটায় বাতাসও বেশি লাগে। স্বাভাবিকভাবে এগুলো হবে, এগুলোই দুনিয়ার নিয়ম।'
সাম্প্রতিক সময়ে সাকিবকে নিয়ে সরগরম সামাজিক মাধ্যম। মূলধারার গণমাধ্যমে সাকিবকে নিয়ে লেখালেখি হচ্ছে। সেসব তার নজরে আসছে জানিয়ে সাকিব বলেন, ‘পজিটিভ-নেগেটিভ দুই ধরনের নিউজই শুনি, তবে ওইটা নিয়ে চিন্তা করি না।’
এদিকে নেতিবাচক সংবাদ তার খেলায় কখনোই কোনো প্রভাব ফেলে না বলেও জানান এ ক্রিকেটার। এ ছাড়া তাকে নিয়ে অনেক ‘নেগেটিভ’ সংবাদ প্রচার হয়েছে উল্লেখ করে সাকিব বলেন, ‘আমাকে নিয়ে অনেক নেগেটিভ নিউজ হয়েছে, যেটা আমার মনে হয় হওয়া উচিৎ ছিল না।’
এর আগে বাংলা টাইগার্সেরই এক ভিডিওতে বলছিলেন, 'আমার জীবন, আমার নিয়ম, আপনার আমাকে ভালো লাগুক কিংবা খারাপ আমি সেটা নিয়ে চিন্তা করি না। কিন্তু আমাকে নিয়ে খেলার চেষ্টা করবেন না।'
এদিকে বাংলা টাইগার্সের নতুন ভিডিওতে দেখা দিয়েছেন সাকিব। এর আগে একই প্ল্যাটফর্মের অন্য এক ভিডিওতে সাকিব বলেছিলেন, আমাকে নিয়ে খেলবেন না। এবার নিজের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে ‘আমতত্ত্ব’র আশ্রয় নিয়েছেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজিটিকে দেয়া সাক্ষাৎকারে তাকে নিয়ে হওয়া আলোচনা-সমালোচনা প্রসঙ্গে সাকিব বলেছেন, 'যে গাছে আম বেশি সে গাছে ইটও বেশি পড়ে। যে গাছ উঁচুতে থাকে সে গাছে বাতাসও বেশি লাগে।'
গতকাল সোমবার (২১ অক্টোবর) বিকেলে বাংলা টাইগার্স নিজেদের ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে। সেখানে সাকিবকে প্রশ্ন করা হয় তাকে নিয়ে যে চারদিকে এতো আলোচনা-সমালোচনা, তার নিজের মূল্যায়ন কি?
জবাব দিতে গিয়েই টাইগার পোস্টার বয় বলেন, ‘আমি মনে করি এগুলো হওয়া উচিৎ, এগুলো হয়। আমি যদি উদাহরণ দিই, যে গাছে আম বেশি থাকে সে গাছে ইটটাও বেশি পড়ে। যে গাছটা যত উঁচু সে গাছটায় বাতাসও বেশি লাগে। স্বাভাবিকভাবে এগুলো হবে, এগুলোই দুনিয়ার নিয়ম।'
সাম্প্রতিক সময়ে সাকিবকে নিয়ে সরগরম সামাজিক মাধ্যম। মূলধারার গণমাধ্যমে সাকিবকে নিয়ে লেখালেখি হচ্ছে। সেসব তার নজরে আসছে জানিয়ে সাকিব বলেন, ‘পজিটিভ-নেগেটিভ দুই ধরনের নিউজই শুনি, তবে ওইটা নিয়ে চিন্তা করি না।’
এদিকে নেতিবাচক সংবাদ তার খেলায় কখনোই কোনো প্রভাব ফেলে না বলেও জানান এ ক্রিকেটার। এ ছাড়া তাকে নিয়ে অনেক ‘নেগেটিভ’ সংবাদ প্রচার হয়েছে উল্লেখ করে সাকিব বলেন, ‘আমাকে নিয়ে অনেক নেগেটিভ নিউজ হয়েছে, যেটা আমার মনে হয় হওয়া উচিৎ ছিল না।’
এর আগে বাংলা টাইগার্সেরই এক ভিডিওতে বলছিলেন, 'আমার জীবন, আমার নিয়ম, আপনার আমাকে ভালো লাগুক কিংবা খারাপ আমি সেটা নিয়ে চিন্তা করি না। কিন্তু আমাকে নিয়ে খেলার চেষ্টা করবেন না।'