চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬৭ হাজার ১০৫ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৭ হাজার ৭৫৫ জন। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। তারা হলেন, মো. আব্দুল ওয়াহেদ (৪৬) ৩১ মে, শাহানারা বেগম (৬৪) ও ড. মো. শফিকুল ইসলাম (৫৮) ২ জুন, মো. আলী হোসেন (৬৭) ৩ জুন, মো. আয়ুব খান (৪৮) ৪ জুন, মো. শহিদুল আলম (৬৭) ৬ জুন এবং রোকেয়া বেগম (৬২) ৭ জুন মারা যান এবং সর্বশেষ আদম উদ্দিন মন্ডল (৭১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জুন) হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানা যায়। মৃতদের মাঝে, মো. আব্দুল ওয়াহেদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তার পাসপোর্ট নম্বর A04664227; শাহানারা বেগমের বাড়ি ঢাকার বাটামারায়। তার পাসপোর্ট নম্বর EG0753079; ড. মো. শফিকুল ইসলামের বাড়ি পাবনার সদরে। তার পাসপোর্ট নম্বর A04286818; মো. আলী হোসেনের বাড়ি শেরপুরের ঝিনাইগাতিতে। তার পাসপোর্ট নম্বর A07153737; মো. আইয়ুব খানের বাড়ি ঢাকার খিলগাওয়ে। তার পাসপোর্ট নম্বর EB0236378; মো. শহিদুল আলমের বাড়ি পঞ্চগড়ের রাধানগরে। তার পাসপোর্ট নম্বর A03532098; রোকেয়া বেগমের বাড়ি বগুড়ার সান্তাহারে। তার পাসপোর্ট নম্বর A05102884। এবং সর্বশেষ মারা যান আদম উদ্দিন মন্ডল তার পাসপোর্ট নম্বর EE0724900।
সৌদি আরেবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।
এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট। আগামী ২৭ জুন চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৯ জুন) হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানা যায়। মৃতদের মাঝে, মো. আব্দুল ওয়াহেদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তার পাসপোর্ট নম্বর A04664227; শাহানারা বেগমের বাড়ি ঢাকার বাটামারায়। তার পাসপোর্ট নম্বর EG0753079; ড. মো. শফিকুল ইসলামের বাড়ি পাবনার সদরে। তার পাসপোর্ট নম্বর A04286818; মো. আলী হোসেনের বাড়ি শেরপুরের ঝিনাইগাতিতে। তার পাসপোর্ট নম্বর A07153737; মো. আইয়ুব খানের বাড়ি ঢাকার খিলগাওয়ে। তার পাসপোর্ট নম্বর EB0236378; মো. শহিদুল আলমের বাড়ি পঞ্চগড়ের রাধানগরে। তার পাসপোর্ট নম্বর A03532098; রোকেয়া বেগমের বাড়ি বগুড়ার সান্তাহারে। তার পাসপোর্ট নম্বর A05102884। এবং সর্বশেষ মারা যান আদম উদ্দিন মন্ডল তার পাসপোর্ট নম্বর EE0724900।
সৌদি আরেবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।
এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট। আগামী ২৭ জুন চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে।