এবার যুদ্ধের আতঙ্কে দেশ ছাড়ছেন ইসরায়েলিরা। চলতি বছরের ইসরায়েল ছেড়েছেন প্রায় ৪০ হাজার ৬শ’ মানুষ। ইসরায়েলিদের এই দেশত্যাগের মূল কারণ মূলত দেশটির দক্ষিণ ও উত্তরে দীর্ঘদিন ধরে চলমান দুটি যুদ্ধ। রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (সিবিএস) এই তথ্য জানিয়েছে। সিবিএস বলছে, চলতি বছরের প্রথম সাত মাসে ৪০ হাজারের বেশি ইসরায়েলি দেশ ছেড়েছেন। যা ২০২৩ সালে প্রতি মাসে দেশত্যাগী ইসরায়েলিদের গড় পরিমাণের তুলনায় ২২০০ জন বেশি।
এদিকে সিবিএস জানিয়েছে, দীর্ঘমেয়াদি অভিবাসীর সংখ্যা ২০২৩ সালের প্রথম সাত মাসে ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই পরিমাণ অভিবাসী সাধারণত দেশে ফিরতে চান না।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (সিবিএস) এই তথ্য জানিয়েছে। সিবিএস বলছে, চলতি বছরের প্রথম সাত মাসে ৪০ হাজারের বেশি ইসরায়েলি দেশ ছেড়েছেন। যা ২০২৩ সালে প্রতি মাসে দেশত্যাগী ইসরায়েলিদের গড় পরিমাণের তুলনায় ২২০০ জন বেশি।
এদিকে সিবিএস জানিয়েছে, দীর্ঘমেয়াদি অভিবাসীর সংখ্যা ২০২৩ সালের প্রথম সাত মাসে ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই পরিমাণ অভিবাসী সাধারণত দেশে ফিরতে চান না।