এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবানন থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের 'অবিলম্বে' অপসারণের আহ্বান জানিয়েছেন। রোববার (১৩ অক্টোবর) তিনি জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের প্রতি এই আহ্বান জানান।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে জারি করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, "মহাসচিব, শান্তিরক্ষা বাহিনীকে ক্ষতির পথ থেকে সরিয়ে নিন। এই কাজটি অবিলম্বে এখনই করা উচিত। এদিকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার 'কঠোর নিন্দা' করেছে যুক্তরাজ্যসহ অন্তত ৪০টি দেশ।
পোলিশ জাতিসংঘ মিশনের এক্সটার্নাল এক্স-এ পোস্ট করা একটি যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে যে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। বিবৃতিতে আরও বলা হয়েছে, "আমরা এই অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতির আলোকে শান্তিরক্ষা বাহিনীর ভূমিকাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার একটি পর্যবেক্ষণ টাওয়ারকে লক্ষ্য করে ইসরায়েলি ট্যাংক থেকে গুলি ছোঁড়ার পর জাতিসংঘের বাহিনীর দুই ইন্দোনেশীয় সেনা সেখান থেকে পড়ে আহত হন। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীতে কাজ করা শ্রীলঙ্কার দুই সেনা আহত হওয়ার ঘটনাটির জন্য তাদের সেনারা দায়ী।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নাকুরায় জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর ঘাঁটির আশপাশে কর্মরত আইডিএফ সেনারা বিপজ্জনক চিহ্ন দেখে গুলি চালিয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ঘটনাটি ‘সর্বোচ্চ মাত্রায়’ তদন্ত করা হবে। সূত্র : বিবিসি
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে জারি করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, "মহাসচিব, শান্তিরক্ষা বাহিনীকে ক্ষতির পথ থেকে সরিয়ে নিন। এই কাজটি অবিলম্বে এখনই করা উচিত। এদিকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার 'কঠোর নিন্দা' করেছে যুক্তরাজ্যসহ অন্তত ৪০টি দেশ।
পোলিশ জাতিসংঘ মিশনের এক্সটার্নাল এক্স-এ পোস্ট করা একটি যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে যে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। বিবৃতিতে আরও বলা হয়েছে, "আমরা এই অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতির আলোকে শান্তিরক্ষা বাহিনীর ভূমিকাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার একটি পর্যবেক্ষণ টাওয়ারকে লক্ষ্য করে ইসরায়েলি ট্যাংক থেকে গুলি ছোঁড়ার পর জাতিসংঘের বাহিনীর দুই ইন্দোনেশীয় সেনা সেখান থেকে পড়ে আহত হন। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীতে কাজ করা শ্রীলঙ্কার দুই সেনা আহত হওয়ার ঘটনাটির জন্য তাদের সেনারা দায়ী।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নাকুরায় জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর ঘাঁটির আশপাশে কর্মরত আইডিএফ সেনারা বিপজ্জনক চিহ্ন দেখে গুলি চালিয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ঘটনাটি ‘সর্বোচ্চ মাত্রায়’ তদন্ত করা হবে। সূত্র : বিবিসি