এবার সমুদ্র-পাহাড়-নদী ঘেরা বন্দর নগরী চট্টগ্রামের সৌন্দর্য ভিন্নভাবে দেখার সুযোগ করে দিতে নগরীর টাইগার পাস এলাকা থেকে চালু হচ্ছে ছাদ খোলা ডাবল ডেকার বাস। এই বাসে চড়েই এবার পতেঙ্গার সমুদ্র সৈকতে সহজেই পৌঁছে যাবেন পর্যটকরা।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১০ জুন থেকে চালু হচ্ছে বিশেষ এই বাস সার্ভিস। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের বিকেল, সূর্যাস্ত ও সন্ধ্যার সৌন্দর্য দিন দিন নজর কাড়ছে ভ্রমণপিপাসু পর্যটকদের৷ জনপ্রিয় হয়ে উঠছে শহরের ফৌজদার হাটের 'ডিসি পার্কে'র দৃষ্টি নন্দন প্রাকৃতিক সৌন্দর্যও।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পর্যটনপ্রেমী মানুষের জন্য পতেঙ্গা সৈকতে চলাচল সহজ করতে আগামী ১০ জুন থেকে বিআরটিসির সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসন চালু করতে যাচ্ছে বিশেষ বাস সার্ভিস।
আগামী দিনগুলোতে এই বাস সার্ভিসে অন লাইনে টিকেট কাটার পাশাপাশি আধুনিক সব সুবিধা যুক্ত হবে- জানান প্রশাসনের কর্মকর্তারা। পতেঙ্গা সমুদ্র সৈকতসহ পর্যটন স্থানগুলো সহজে দেখার জন্য বাস সেবা চালু করায় খুশি চট্টগ্রামবাসী।
এদিকে চট্টগ্রামের টাইগার পাস থেকে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা পর্যন্ত ৩৩ কিলোমিটার এই পথে বাস সার্ভিসে ভাড়া পড়বে ৭০ টাকা।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১০ জুন থেকে চালু হচ্ছে বিশেষ এই বাস সার্ভিস। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের বিকেল, সূর্যাস্ত ও সন্ধ্যার সৌন্দর্য দিন দিন নজর কাড়ছে ভ্রমণপিপাসু পর্যটকদের৷ জনপ্রিয় হয়ে উঠছে শহরের ফৌজদার হাটের 'ডিসি পার্কে'র দৃষ্টি নন্দন প্রাকৃতিক সৌন্দর্যও।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পর্যটনপ্রেমী মানুষের জন্য পতেঙ্গা সৈকতে চলাচল সহজ করতে আগামী ১০ জুন থেকে বিআরটিসির সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসন চালু করতে যাচ্ছে বিশেষ বাস সার্ভিস।
আগামী দিনগুলোতে এই বাস সার্ভিসে অন লাইনে টিকেট কাটার পাশাপাশি আধুনিক সব সুবিধা যুক্ত হবে- জানান প্রশাসনের কর্মকর্তারা। পতেঙ্গা সমুদ্র সৈকতসহ পর্যটন স্থানগুলো সহজে দেখার জন্য বাস সেবা চালু করায় খুশি চট্টগ্রামবাসী।
এদিকে চট্টগ্রামের টাইগার পাস থেকে ফৌজদারহাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা পর্যন্ত ৩৩ কিলোমিটার এই পথে বাস সার্ভিসে ভাড়া পড়বে ৭০ টাকা।