এবার ৬ দলের অংশগ্রহণের শুক্রবার (৪ অক্টোবর) থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। ১০ ওভারের এই টুর্নামেন্টটি চলবে ৪-১৪ অক্টোবর পর্যন্ত। এ টুর্নামেন্টটিতে সামাজিক নানা সচেতনতার বার্তাও দেয়া হবে। টুর্নামেন্টটিতে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান।
চুক্তি করে দল পেলেও ভিসা জটিলতায় খেলা হচ্ছে না তামিম ইকবালের। সাকিব ২২ গজ মাতাবেন লস অ্যাঞ্জলস ওয়েভস ও তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে। এদিকে সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্ট থেকে লাভবান হলে, সব অর্থ দেয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠনটিকে।
টুর্নামেন্টের পার্টনার হিসেবে আছে রেড ক্রস। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের লস অ্যাঞ্জেলস। যার নেতৃত্বে থাকবেন সাকিব নিজেই। গতকাল ফ্র্যাঞ্চাইজি দলটি অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করে।
এদিকে টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলতে সাকিবের দল লস অ্যাঞ্জলস ওয়েভস শক্তিশালী দল গড়েছে। যার কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে কোচিং করানো মিকি আর্থারকে।
দলে সতীর্থ হিসেবে সাকিব পাচ্ছেন, পাকিস্তানের রুম্মান রাইস, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ইংল্যান্ডের টাইমাল মিলস, আফগানিস্তানের হাশমতউল্লাহ শহিদি আর অস্ট্রেলিয়ার জো বার্নসের মতো খেলোয়াড়দের।
এদিকে টেক্সাস গ্লাডিয়েটর্সের বিপক্ষে আগামীকাল রোববার (৬ অক্টোবর) রাত ৯টায় দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিবের দল লস অ্যাঞ্জলস ওয়েভস। সাকিবরা তৃতীয় ম্যাচ খেলবেন ৭ অক্টোবর আটলান্টা কিংসের বিপক্ষে। ওই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
চুক্তি করে দল পেলেও ভিসা জটিলতায় খেলা হচ্ছে না তামিম ইকবালের। সাকিব ২২ গজ মাতাবেন লস অ্যাঞ্জলস ওয়েভস ও তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে। এদিকে সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্ট থেকে লাভবান হলে, সব অর্থ দেয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠনটিকে।
টুর্নামেন্টের পার্টনার হিসেবে আছে রেড ক্রস। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের লস অ্যাঞ্জেলস। যার নেতৃত্বে থাকবেন সাকিব নিজেই। গতকাল ফ্র্যাঞ্চাইজি দলটি অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করে।
এদিকে টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলতে সাকিবের দল লস অ্যাঞ্জলস ওয়েভস শক্তিশালী দল গড়েছে। যার কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে কোচিং করানো মিকি আর্থারকে।
দলে সতীর্থ হিসেবে সাকিব পাচ্ছেন, পাকিস্তানের রুম্মান রাইস, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ইংল্যান্ডের টাইমাল মিলস, আফগানিস্তানের হাশমতউল্লাহ শহিদি আর অস্ট্রেলিয়ার জো বার্নসের মতো খেলোয়াড়দের।
এদিকে টেক্সাস গ্লাডিয়েটর্সের বিপক্ষে আগামীকাল রোববার (৬ অক্টোবর) রাত ৯টায় দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিবের দল লস অ্যাঞ্জলস ওয়েভস। সাকিবরা তৃতীয় ম্যাচ খেলবেন ৭ অক্টোবর আটলান্টা কিংসের বিপক্ষে। ওই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।