এবার ভারতের উত্তর প্রদেশের লখনউয়ে আইফোন ডেলিভারি দিতে গিয়ে খুনের শিকার হয়েছেন ফ্লিপকার্টের এক ডেলিভারি ম্যান। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দু এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ৩০ বছর বয়সী ওই ডেলিভারি ম্যানের নাম ভারত সাহু। চিনহাটের বাসিন্দা গজানন নামক এক যুবক ফ্লিপকার্টে আইফোন ক্যাশ অন ডেলিভারির অর্ডার করেছিলেন।
গত ২৩ সেপ্টেম্বর, ওই ডেলিভারি ম্যান ফোনটি দিতে যান কাস্টমারকে। এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় ওই যুবক। দু’দিন ধরে সাহু বাড়ি না ফেরায়, ২৫ সেপ্টেম্বর চিনহাট থানায় নিখোঁজ ডায়েরি করে তার পরিবার।
এরপর-ই পুলিশ ডেলিভারি ম্যান সাহুর খোঁজ শুরু করে। তার ফোনের লোকেশন ও কল লিস্ট চেক করে গজানন ও আকাশ নামে দু’জনকে আটক করা হয়। দুই অভিযুক্তের মধ্যে একজন সম্প্রতি ফ্লিপকার্ট থেকে দেড় লাখ টাকার একটি আইফোন অর্ডার করে।
এদিকে স্থানীয় পুলিশ জানায়, ডেলিভারি বয় সাহু পণ্য ডেলিভারি দিতে গেলে দু’জন মিলে তাকে খুন করে। হত্যার পরই লাশ স্থানীয় ইন্দিরা খালে ফেলে দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, ৩০ বছর বয়সী ওই ডেলিভারি ম্যানের নাম ভারত সাহু। চিনহাটের বাসিন্দা গজানন নামক এক যুবক ফ্লিপকার্টে আইফোন ক্যাশ অন ডেলিভারির অর্ডার করেছিলেন।
গত ২৩ সেপ্টেম্বর, ওই ডেলিভারি ম্যান ফোনটি দিতে যান কাস্টমারকে। এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় ওই যুবক। দু’দিন ধরে সাহু বাড়ি না ফেরায়, ২৫ সেপ্টেম্বর চিনহাট থানায় নিখোঁজ ডায়েরি করে তার পরিবার।
এরপর-ই পুলিশ ডেলিভারি ম্যান সাহুর খোঁজ শুরু করে। তার ফোনের লোকেশন ও কল লিস্ট চেক করে গজানন ও আকাশ নামে দু’জনকে আটক করা হয়। দুই অভিযুক্তের মধ্যে একজন সম্প্রতি ফ্লিপকার্ট থেকে দেড় লাখ টাকার একটি আইফোন অর্ডার করে।
এদিকে স্থানীয় পুলিশ জানায়, ডেলিভারি বয় সাহু পণ্য ডেলিভারি দিতে গেলে দু’জন মিলে তাকে খুন করে। হত্যার পরই লাশ স্থানীয় ইন্দিরা খালে ফেলে দেওয়া হয়।