এবার বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ইতিহাসে কানপুর টেস্ট হতে যাচ্ছে ঐতিহাসিক ম্যাচ। কারণ এই ম্যাচ হতে পারে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের শেষ টেস্ট। যদিও সাকিব ঘোষণা দিয়েছেন, আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শেষ টেস্ট খেলেই বিদায় বলতে চান।
তবে সাকিবের নামে আছে হত্যা মামলা। দেশে ফিরলে গ্রেপ্তারও হতে পারেন তিনি। যার কারণে দেশে ফিরতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কিছু শর্ত দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য সাকিবের দেশে খেলার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি।
পরিষ্কার জানিয়েছেন, সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি। সরকার চাইলে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এমতবস্থায় এই ম্যাচটিই হতে পারে সাকিবের শেষ টেস্ট ম্যাচ।দেশে ফিরতে না পারলে কানপুরেই নিজের শেষ টেস্ট হবে উল্লেখ করে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, আমার দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছাপ্রকাশ করেছি। যদি তা না হয়, তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ টেস্ট হবে।
এদিকে এই ম্যাচে মাঠে নামার আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিব। যেখানে এই অলরাউন্ডার লেখেন, ‘একটি চ্যালেঞ্জিং ম্যাচের পর, টাইগাররা আরও দৃঢ়প্রতিজ্ঞ! এবং নিজেদের সম্পুর্ণটা দিয়েই সিরিজটি সমতায় আনার লক্ষ্যে, সাকিব ও তার দল কানপুরে লড়াইয়ের আত্মা প্রকাশ করতে প্রস্তুত। সেই প্রয়োজনীয় পয়েন্টটি নিশ্চিত করার জন্য একত্রিত হয়ে কাজ করার সময় এসেছে! চলো বাংলাদেশ।’
তবে সাকিবের নামে আছে হত্যা মামলা। দেশে ফিরলে গ্রেপ্তারও হতে পারেন তিনি। যার কারণে দেশে ফিরতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কিছু শর্ত দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য সাকিবের দেশে খেলার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি।
পরিষ্কার জানিয়েছেন, সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি। সরকার চাইলে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এমতবস্থায় এই ম্যাচটিই হতে পারে সাকিবের শেষ টেস্ট ম্যাচ।দেশে ফিরতে না পারলে কানপুরেই নিজের শেষ টেস্ট হবে উল্লেখ করে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, আমার দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছাপ্রকাশ করেছি। যদি তা না হয়, তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ টেস্ট হবে।
এদিকে এই ম্যাচে মাঠে নামার আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিব। যেখানে এই অলরাউন্ডার লেখেন, ‘একটি চ্যালেঞ্জিং ম্যাচের পর, টাইগাররা আরও দৃঢ়প্রতিজ্ঞ! এবং নিজেদের সম্পুর্ণটা দিয়েই সিরিজটি সমতায় আনার লক্ষ্যে, সাকিব ও তার দল কানপুরে লড়াইয়ের আত্মা প্রকাশ করতে প্রস্তুত। সেই প্রয়োজনীয় পয়েন্টটি নিশ্চিত করার জন্য একত্রিত হয়ে কাজ করার সময় এসেছে! চলো বাংলাদেশ।’