এবার সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। জমজমাটও হয়ে উঠছে টুর্নামেন্টগুলো। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট এসএ টোয়েন্টিও বেশ জনপ্রিয়। টুর্নামেন্টটির আসন্ন আসরের নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার হাসান মাহমুদ।
গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) টুর্নামেন্টটির তৃতীয় মৌসুমের নিলামের জন্য প্রায় ২০০ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ তালিকা থেকে ছয়টি ফ্র্যাঞ্চাইজি মাত্র ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে। এর আগে হওয়া এসএ টোয়েন্টির দুই আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলেননি।
আগামী ১ অক্টোবর এসএ টোয়েন্টির তৃতীয় আসরের নিলাম অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্ট শুরু আগামী ২০২৫ সালের ৯ জানুয়ারি। একই সময়ে বিপিএলও হয়ে থাকে। তাই সুযোগ পেলেও হাসান ও সাইফউদ্দিনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। শুধু বিপিএল নয়, একই সময়ে মাঠে গড়াবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ ও আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি।
এদিকে এসএ টোয়েন্টির তৃতীয় আসরের নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন শামার জোসেফ, নাসিম শাহ, জশ লিটল, মার্টিন গাপটিল, কুশল মেন্ডিসের মতো ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার তারকা বলতে এই তালিকায় আছেন রিজা হেনড্রিকস। জোবার্গ সুপার কিংস এই ওপেনারকে ছেড়ে দেওয়ায় এবার নিলামের তালিকায় রাখা হয়েছে।
গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) টুর্নামেন্টটির তৃতীয় মৌসুমের নিলামের জন্য প্রায় ২০০ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ তালিকা থেকে ছয়টি ফ্র্যাঞ্চাইজি মাত্র ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে। এর আগে হওয়া এসএ টোয়েন্টির দুই আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলেননি।
আগামী ১ অক্টোবর এসএ টোয়েন্টির তৃতীয় আসরের নিলাম অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্ট শুরু আগামী ২০২৫ সালের ৯ জানুয়ারি। একই সময়ে বিপিএলও হয়ে থাকে। তাই সুযোগ পেলেও হাসান ও সাইফউদ্দিনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। শুধু বিপিএল নয়, একই সময়ে মাঠে গড়াবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ ও আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি।
এদিকে এসএ টোয়েন্টির তৃতীয় আসরের নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন শামার জোসেফ, নাসিম শাহ, জশ লিটল, মার্টিন গাপটিল, কুশল মেন্ডিসের মতো ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার তারকা বলতে এই তালিকায় আছেন রিজা হেনড্রিকস। জোবার্গ সুপার কিংস এই ওপেনারকে ছেড়ে দেওয়ায় এবার নিলামের তালিকায় রাখা হয়েছে।