এবার আন্তর্জাতিক বিরতি শেষে আবারো শুরু হয়েছে ক্লাব ফুটবল। এই মুহূর্তে সকলেই ব্যস্ত ক্লাব ফুটবলে। আন্তর্জাতিক বিরতিতে দুটি করে ম্যাচ খেলে ফুটবল দলগুলো। ব্যতিক্রম ছিল না আর্জেন্টিনা-ব্রাজিলও। কিন্তু তারা উভয়েই দুই ম্যাচের একটিতে পরাজয়বরণ করেছে। এতে করে ফিফা র্যাঙ্কিংয়ে একটি করে পয়েন্ট হারিয়েছে উভয়ে। তবে এ হারে দু’দলের র্যাঙ্কিংয়ে কোনো প্রভাব পড়েনি।
গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ফুটবলের র্যাঙ্কিং প্রকাশ করে। যেখানে দেখা যায় একটি করে পয়েন্ট খোয়ালেও শীর্ষে অবস্থান করছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর পয়েন্ট হারিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।
এদিকে দুই মাস আগে ফিফা র্যাঙ্কিং প্রকাশ করেছিল। তখনও শীর্ষে ছিল আর্জেন্টিনা। তখন আলবিসেলেস্তেদের পয়েন্ট ছিল ১৮৮৯.০২। এক হারে তারা পয়েন্ট হারিয়েছে ১২.৪৬। টানা ১২ ম্যাচ জয়ের পর আর্জেন্টিনা হারের কলম্বিয়ার কাছে। অথচ কোপা আমেরিকার ফাইনালে এই কলম্বিয়াকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রাখলেও র্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। ১৮৪ থেকে তারা দুই ধাপ নেমে অবস্থান করছে ১৮৬ নম্বরে। যদিও পয়েন্ট বেড়েছে ০.০৪। দলটির পয়েন্ট এখন ৮৯৬.৭১। সেপ্টেম্বরের শুরুতে ভুটান সফরে দুটি প্রীতি ম্যাচ খেলে একটি করে জিতেছে ও হেরেছে বাংলাদেশ। এই সফরেই ৮ বছর পর ভুটান সফরে হারল বাংলাদেশ।
এদিকে প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যায় এক থেকে ১৫তম স্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে। দুই, তিন, চার ও পাঁচে রয়েছে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল। যেখানে ব্রাজিল হারিয়েছে ১৩.৫৯ পয়েন্ট। সেলেসাওদের পয়েন্ট এখন ১৭৭২.০২। ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট ১৮৫১.৯২, ১৮৩৬.৪২ ও ১৮১৭.২৮। শীর্ষ পাঁচে থাকা একমাত্র ইংল্যান্ডের পয়েন্ট বেড়েছে। জুলাইয়ের তুলনায় হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ইংলিশদের যোগ হয়েছে ৫.০২ পয়েন্ট।
৬ থেকে ১৫ নম্বরে রয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল, কলম্বিয়া, ইতালি, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, জার্মানি, মরক্কো ও সুইজারল্যান্ড। যেখানে আর্জেন্টিনাকে হারানোর পর কলম্বিয়ার পয়েন্ট বেড়েছে ১১.৪। কলম্বিয়ার পয়েন্ট এখন ১৭৩৮.৭২। ইতালি ও পর্তুগালের পয়েন্ট বেড়েছে ১২.০২ ও ১০.৭১। দুই ধাপ এগিয়ে জাপান উঠে এসেছে ১৬ নম্বরে। এশিয়ার দলটির পয়েন্ট এখন ১৬৩৯.৬। আগের চেয়ে তাদের পয়েন্ট বেড়েছে ১০.৭৯।
এদিকে হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ব্রুনাই ও সামোয়ার। দুই দলই সাত ধাপ করে এগিয়েছে। ব্রুনাই ১৮৩ ও সামোয়া ১৮৫ নম্বরে উঠে এসেছে। সবচেয়ে বেশি অবনমন হয়েছে সবশেষ বিশ্বকাপের আয়োজক কাতারের। তারা নেমে গেছে ৪৪ নম্বরে। সবচেয়ে বেশি পয়েন্ট (৩৫.২) লাভ করেছে বলিভিয়া। এ ছাড়া সর্বোচ্চ পয়েন্ট (২৬.৯৯) খুইয়েছে অন্যতম এশিয়ান জায়ান্ট অস্ট্রেলিয়া।
গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ফুটবলের র্যাঙ্কিং প্রকাশ করে। যেখানে দেখা যায় একটি করে পয়েন্ট খোয়ালেও শীর্ষে অবস্থান করছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর পয়েন্ট হারিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।
এদিকে দুই মাস আগে ফিফা র্যাঙ্কিং প্রকাশ করেছিল। তখনও শীর্ষে ছিল আর্জেন্টিনা। তখন আলবিসেলেস্তেদের পয়েন্ট ছিল ১৮৮৯.০২। এক হারে তারা পয়েন্ট হারিয়েছে ১২.৪৬। টানা ১২ ম্যাচ জয়ের পর আর্জেন্টিনা হারের কলম্বিয়ার কাছে। অথচ কোপা আমেরিকার ফাইনালে এই কলম্বিয়াকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রাখলেও র্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। ১৮৪ থেকে তারা দুই ধাপ নেমে অবস্থান করছে ১৮৬ নম্বরে। যদিও পয়েন্ট বেড়েছে ০.০৪। দলটির পয়েন্ট এখন ৮৯৬.৭১। সেপ্টেম্বরের শুরুতে ভুটান সফরে দুটি প্রীতি ম্যাচ খেলে একটি করে জিতেছে ও হেরেছে বাংলাদেশ। এই সফরেই ৮ বছর পর ভুটান সফরে হারল বাংলাদেশ।
এদিকে প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যায় এক থেকে ১৫তম স্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে। দুই, তিন, চার ও পাঁচে রয়েছে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল। যেখানে ব্রাজিল হারিয়েছে ১৩.৫৯ পয়েন্ট। সেলেসাওদের পয়েন্ট এখন ১৭৭২.০২। ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট ১৮৫১.৯২, ১৮৩৬.৪২ ও ১৮১৭.২৮। শীর্ষ পাঁচে থাকা একমাত্র ইংল্যান্ডের পয়েন্ট বেড়েছে। জুলাইয়ের তুলনায় হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ইংলিশদের যোগ হয়েছে ৫.০২ পয়েন্ট।
৬ থেকে ১৫ নম্বরে রয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল, কলম্বিয়া, ইতালি, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, জার্মানি, মরক্কো ও সুইজারল্যান্ড। যেখানে আর্জেন্টিনাকে হারানোর পর কলম্বিয়ার পয়েন্ট বেড়েছে ১১.৪। কলম্বিয়ার পয়েন্ট এখন ১৭৩৮.৭২। ইতালি ও পর্তুগালের পয়েন্ট বেড়েছে ১২.০২ ও ১০.৭১। দুই ধাপ এগিয়ে জাপান উঠে এসেছে ১৬ নম্বরে। এশিয়ার দলটির পয়েন্ট এখন ১৬৩৯.৬। আগের চেয়ে তাদের পয়েন্ট বেড়েছে ১০.৭৯।
এদিকে হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ব্রুনাই ও সামোয়ার। দুই দলই সাত ধাপ করে এগিয়েছে। ব্রুনাই ১৮৩ ও সামোয়া ১৮৫ নম্বরে উঠে এসেছে। সবচেয়ে বেশি অবনমন হয়েছে সবশেষ বিশ্বকাপের আয়োজক কাতারের। তারা নেমে গেছে ৪৪ নম্বরে। সবচেয়ে বেশি পয়েন্ট (৩৫.২) লাভ করেছে বলিভিয়া। এ ছাড়া সর্বোচ্চ পয়েন্ট (২৬.৯৯) খুইয়েছে অন্যতম এশিয়ান জায়ান্ট অস্ট্রেলিয়া।