এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে অসদাচারণের অভিযোগে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউজ। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউজ সূত্র এ তথ্য জানিয়েছে। তবে বরখাস্তদের নাম এখনো জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এদিকে শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, দুবাইফেরত এক যাত্রীর ব্যাগ চেকিংয়ের নামে অযথা হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা দায়িত্ব পালনকালে ব্যাগ খুলে চকলেট, সাবান, শ্যাম্পু ও দুধসহ বিভিন্ন পণ্য হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে শাস্তি হিসেবে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে আপলোড করে আনোয়ার ফারুক নামে এক ব্যক্তি লিখেছেন, ‘ভেবেছিলাম স্বৈরাচার পতনের পর নতুন করে স্বাধীন দেশে মানুষের মধ্যে পরিবর্তন আসবে বিশেষ করে সরকারি কর্মচারীদের মধ্যে। কিন্তু না আমরা পরিবর্তন হইনি। আজ বিকেলে নেপাল থেকে আসার পর লাগেজের জন্য অপক্ষা করছিলাম।
হঠাৎ নজরে এলো নিরীহ বিদেশফেরত একজনের সাথে কাস্টমসের কর্মকর্তারা কী করছে। তার ব্যাগ খুলে চেকিংয়ের নামে অযথা হয়রানি। একজন তো ব্যাগ থেকে কয়টা চকলেটের বার নিয়ে গেল। আরেকজন একটা বার খুলে নিজেও খাচ্ছে অন্যদের দিচ্ছে। দালালরা এসে নানা প্রস্তাব দিচ্ছে।’
এদিকে শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, দুবাইফেরত এক যাত্রীর ব্যাগ চেকিংয়ের নামে অযথা হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা দায়িত্ব পালনকালে ব্যাগ খুলে চকলেট, সাবান, শ্যাম্পু ও দুধসহ বিভিন্ন পণ্য হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে শাস্তি হিসেবে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে আপলোড করে আনোয়ার ফারুক নামে এক ব্যক্তি লিখেছেন, ‘ভেবেছিলাম স্বৈরাচার পতনের পর নতুন করে স্বাধীন দেশে মানুষের মধ্যে পরিবর্তন আসবে বিশেষ করে সরকারি কর্মচারীদের মধ্যে। কিন্তু না আমরা পরিবর্তন হইনি। আজ বিকেলে নেপাল থেকে আসার পর লাগেজের জন্য অপক্ষা করছিলাম।
হঠাৎ নজরে এলো নিরীহ বিদেশফেরত একজনের সাথে কাস্টমসের কর্মকর্তারা কী করছে। তার ব্যাগ খুলে চেকিংয়ের নামে অযথা হয়রানি। একজন তো ব্যাগ থেকে কয়টা চকলেটের বার নিয়ে গেল। আরেকজন একটা বার খুলে নিজেও খাচ্ছে অন্যদের দিচ্ছে। দালালরা এসে নানা প্রস্তাব দিচ্ছে।’