প্রচণ্ড তাপপ্রবাহ, প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। বিপর্যস্ত হয়ে পরেছে জনজীবন। এর থেকে মুক্তি পেতে ও বৃষ্টির আশায় দিনাজপুরে বিশেষ নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। বুধবার (৭ জুন) সকাল ৯টার দিকে দিনাজপুর ৩ নং উপশহরের মিতালী মাঠে প্রায় ৫ শতাধিক মুসল্লি এই নামাজে অংশগ্রহণ করেন।
মাওলানা অলিউল্লাহ সিরাজী এই নামাজে ইমামতি করেন। স্থানীয় যুবসমাজের আয়োজনে এই বিশেষ নামাজের আয়োজন করা হয়। ৩ নং উপশহরসহ আশপাশের এলাকা থেকে আসা মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় মহান আল্লাহ দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করেন তারা।
প্রসঙ্গত, দিনাজপুরে আজ ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এতে দিনাজপুরসহ আশপাশের জেলার মানুষ গরমে অনেকটাই অস্বস্তির মধ্যে জীবনযাপন করছে। ঘন ঘন লোডশেডিংয়ের অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।
মাওলানা অলিউল্লাহ সিরাজী এই নামাজে ইমামতি করেন। স্থানীয় যুবসমাজের আয়োজনে এই বিশেষ নামাজের আয়োজন করা হয়। ৩ নং উপশহরসহ আশপাশের এলাকা থেকে আসা মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় মহান আল্লাহ দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করেন তারা।
প্রসঙ্গত, দিনাজপুরে আজ ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এতে দিনাজপুরসহ আশপাশের জেলার মানুষ গরমে অনেকটাই অস্বস্তির মধ্যে জীবনযাপন করছে। ঘন ঘন লোডশেডিংয়ের অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।