আবারো আলোচনায় পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। নামাজের সময় হয়ে যাওয়ায় রাস্তার পাশেই নামাজ আদায় করে ধর্মপ্রাণ এই ক্রিকেটার নেটিজেনদের মন জয় করে নিয়েছেন। খবর জিও নিউজ।
এদিকে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
উভয়েই হার্ভার্ড বিজনেস স্কুলের বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া এবং স্পোর্টসে (বিইএমএস) একটি এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশ নিয়েছেন। তাদের কোর্স শেষ হয়ে গেলেও আগামী ১৩ জুন পর্যন্ত তাদের সেখানেই থাকার কথা রয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে রিজওয়ানকে নিউ ইয়র্ক সিটির একটি রাস্তার ফুটপাতে নামাজ আদায় করতে দেখা গেছে। গাড়ি পাশে দাঁড় করিয়ে সেখানে ফুটপাতে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
এদিকে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
উভয়েই হার্ভার্ড বিজনেস স্কুলের বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া এবং স্পোর্টসে (বিইএমএস) একটি এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশ নিয়েছেন। তাদের কোর্স শেষ হয়ে গেলেও আগামী ১৩ জুন পর্যন্ত তাদের সেখানেই থাকার কথা রয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে রিজওয়ানকে নিউ ইয়র্ক সিটির একটি রাস্তার ফুটপাতে নামাজ আদায় করতে দেখা গেছে। গাড়ি পাশে দাঁড় করিয়ে সেখানে ফুটপাতে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।