আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সরকারের সব সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি হবে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে সরকার গঠনের পর সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম এই বৈঠকটি বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাসহ বিভিন্ন বিষয় আলোচিত হতে পারে বলে জানা গেছে।
মূলত সরকারের অগ্রাধিকারগুলো মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের সামনে তুলে ধরে তা বাস্তবায়নের নির্দেশনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা। পরে অর্ন্তুবর্তীকালীন সরকার গঠন করা হয়।
এদিকে সরকার গঠনের পর সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম এই বৈঠকটি বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাসহ বিভিন্ন বিষয় আলোচিত হতে পারে বলে জানা গেছে।
মূলত সরকারের অগ্রাধিকারগুলো মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের সামনে তুলে ধরে তা বাস্তবায়নের নির্দেশনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা। পরে অর্ন্তুবর্তীকালীন সরকার গঠন করা হয়।