এবার সাবেক ছাত্রদলনেতা নুরুজ্জামান জনি গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা কৃষ্ণপদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে। আজ শুক্রবার (৩০ আগস্ট) বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শামসুদ্দিন দিদার জানান, সাবেক ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলার এজাহার দাখিল করা হবে রাজধানীর খিলগাঁও থানায়। মামলার এজাহারে প্রধান আসামি সাবেক অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাখিল হবে।
এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশে ব্যাপক রদবদল করা হচ্ছে। তার ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এদিকে শামসুদ্দিন দিদার জানান, সাবেক ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলার এজাহার দাখিল করা হবে রাজধানীর খিলগাঁও থানায়। মামলার এজাহারে প্রধান আসামি সাবেক অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাখিল হবে।
এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশে ব্যাপক রদবদল করা হচ্ছে। তার ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।