এবার সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গত ১০ বছর ধরে বেশ সক্রিয় ছিল। কিন্তু সরকার পতনের পর থেকে এগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধ রয়েছে। এই পেজ এবং চ্যানেলের পাসওয়ার্ড জানেন শুধু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আইসিটি বিভাগের ওয়েবসাইটে তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর লিংক দেওয়া আছে। কিন্তু সেখানে ক্লিক করলে কিছু পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন জানিয়েছেন, আইসিটি বিভাগের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে চালাতেন। তিনি পাসওয়ার্ড দিয়ে যাননি। তবে তারা পুনরুদ্ধারের চেষ্টা করছেন।
এদিকে আইসিটি বিভাগ সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, ঢাকা লাইভ নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মার্কেটিং টিম আইসিটি বিভাগ ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করত। বর্তমানে ঢাকা লাইভের ওয়েবসাইট ও ফেসবুক পেজ বন্ধ রয়েছে। তাদের প্রধান কার্যালয় তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।
আইসিটি বিভাগের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমগুলো পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, “যতটুকু জেনেছি, পেজ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। দ্রুতই পেজ থেকে কার্যক্রম শুরু করা হবে।”
জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধ রয়েছে। এই পেজ এবং চ্যানেলের পাসওয়ার্ড জানেন শুধু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আইসিটি বিভাগের ওয়েবসাইটে তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর লিংক দেওয়া আছে। কিন্তু সেখানে ক্লিক করলে কিছু পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন জানিয়েছেন, আইসিটি বিভাগের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে চালাতেন। তিনি পাসওয়ার্ড দিয়ে যাননি। তবে তারা পুনরুদ্ধারের চেষ্টা করছেন।
এদিকে আইসিটি বিভাগ সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, ঢাকা লাইভ নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মার্কেটিং টিম আইসিটি বিভাগ ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করত। বর্তমানে ঢাকা লাইভের ওয়েবসাইট ও ফেসবুক পেজ বন্ধ রয়েছে। তাদের প্রধান কার্যালয় তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।
আইসিটি বিভাগের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমগুলো পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, “যতটুকু জেনেছি, পেজ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। দ্রুতই পেজ থেকে কার্যক্রম শুরু করা হবে।”