এবার মন্ত্রণালয় ও বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থাগুলো বন্যা ব্যবস্থাপনা ও বন্যার্তদের সর্বাত্মক সহায়তায় সমন্বিত কার্যক্রম গ্রহণ করবে। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
আজ বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। দুপুরে বৈঠক শেষ হয়। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি বিবেচনা করে উপদেষ্টা পরিষদ বৈঠকে বিস্তারিত পর্যালোচনা শেষে ৩টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তগুলো হলো:
১. মন্ত্রণালয় ও বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থাগুলো বন্যা ব্যবস্থাপনা ও বন্যার্তদের সর্বাত্মক সহায়তায় সমন্বিত কার্যক্রম গ্রহণ করবে।
২. উপদেষ্টারা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং বন্যার্তদের সহায়তা দেওয়ার বিষয়টি তদারকি করবেন।
৩. বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্দেশ্যে সকল মন্ত্রণালয় ও বিভাগ সমন্বিত কার্যক্রম গ্রহণ করবে।
আজ বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। দুপুরে বৈঠক শেষ হয়। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি বিবেচনা করে উপদেষ্টা পরিষদ বৈঠকে বিস্তারিত পর্যালোচনা শেষে ৩টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তগুলো হলো:
১. মন্ত্রণালয় ও বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থাগুলো বন্যা ব্যবস্থাপনা ও বন্যার্তদের সর্বাত্মক সহায়তায় সমন্বিত কার্যক্রম গ্রহণ করবে।
২. উপদেষ্টারা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং বন্যার্তদের সহায়তা দেওয়ার বিষয়টি তদারকি করবেন।
৩. বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্দেশ্যে সকল মন্ত্রণালয় ও বিভাগ সমন্বিত কার্যক্রম গ্রহণ করবে।