এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যার ঘটনায় বিচারের দাবিতে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অবস্থান নিয়েছেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। আর এ বাড়িতে অবস্থান নিয়ে রোকেয়া প্রাচী ফেসবুকে লিখেছেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার।’ তিনি আরও লিখেছেন, ‘বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার। আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’
প্রসঙ্গত, সাধারণ শিক্ষার্থী ও মানুষের রোষানলে পড়ে গত ৫ আগস্ট দুপুর আড়াইটায় পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তার দেশ ছাড়ার খবর প্রকাশ্যে আসার পরই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশ ছাড়াসহ আত্মগোপনে চলে যান। এ কারণে গত কয়েকদিন দলটির করুণ অবস্থা নিয়ে চুপ ছিলেন অনেকেই। তবে এবার সরব হলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।
এ কারণে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে উপস্থিত থাকার ডাক দিয়েছেন এই অভিনেত্রী। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ১৫ আগস্ট শান্তিপূর্ণভাবে ফুল দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওই সময় স্বাধীনতার চেতনা ও বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া চান তিনি। তার মা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। আর এ বাড়িতে অবস্থান নিয়ে রোকেয়া প্রাচী ফেসবুকে লিখেছেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার।’ তিনি আরও লিখেছেন, ‘বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার। আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’
প্রসঙ্গত, সাধারণ শিক্ষার্থী ও মানুষের রোষানলে পড়ে গত ৫ আগস্ট দুপুর আড়াইটায় পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তার দেশ ছাড়ার খবর প্রকাশ্যে আসার পরই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশ ছাড়াসহ আত্মগোপনে চলে যান। এ কারণে গত কয়েকদিন দলটির করুণ অবস্থা নিয়ে চুপ ছিলেন অনেকেই। তবে এবার সরব হলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।
এ কারণে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে উপস্থিত থাকার ডাক দিয়েছেন এই অভিনেত্রী। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ১৫ আগস্ট শান্তিপূর্ণভাবে ফুল দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওই সময় স্বাধীনতার চেতনা ও বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া চান তিনি। তার মা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।