এবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ভেতর থেকে চারজনের দগ্ধ লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে জাদুঘরের সামনে ফুটপাতে লাশগুলো পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, গতকাল দুপুরে দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি যা পরে জাদুঘরে রূপান্তরিত হয় তাতে আগুন দেয়।
তারা জানান, ভোরে যেকোনো সময় পুড়ে যাওয়া স্থাপনার ধ্বংসাবশেষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। মরদেহগুলো এখনও শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা বলছেন, লাশগুলো নিরাপত্তারক্ষী বা বহিরাগতদের হতে পারে, যারা জাদুঘরে আগুন ধরিয়ে দেওয়ার পর সেখান থেকে মূল্যবান জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছিল।
স্থানীয়রা জানান, গতকাল দুপুরে দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি যা পরে জাদুঘরে রূপান্তরিত হয় তাতে আগুন দেয়।
তারা জানান, ভোরে যেকোনো সময় পুড়ে যাওয়া স্থাপনার ধ্বংসাবশেষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। মরদেহগুলো এখনও শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা বলছেন, লাশগুলো নিরাপত্তারক্ষী বা বহিরাগতদের হতে পারে, যারা জাদুঘরে আগুন ধরিয়ে দেওয়ার পর সেখান থেকে মূল্যবান জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছিল।