এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামলাতে সরকারের ঘোষণা করা তিন দিনের সাধারণ ছুটি শুরু হয়েছে। সেইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ জারি করেছে সরকার, যা রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হয়েছে।
আজ সোমবার (৫ আগস্ট) শুরু হওয়া এই বিশেষ ছুটি বুধবার (৭ আগস্ট) পর্যন্ত থাকবে। এই সময় সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য কারফিউও বহাল থাকবে।
গতকাল রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদাভাবে এই দুটি সিদ্ধান্ত নিয়েছে। এদিকে রোববার দুপুর থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকলেও ফেসবুক, টিকটকের মতো সেবা বন্ধ রয়েছে।
চলমান আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৯ জুলাই রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। দিনের একটি নির্দিষ্ট সময় শিথিল থাকলেও ১৯ জুলাই রাত থেকে কারফিউ বহাল রয়েছে। অন্যদিকে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকায় লংমার্চ করার কথা রয়েছে। অসহযোগ আন্দোলন ঘিরে রোববারের সংঘর্ষে রণক্ষেত্র দেশের বিভিন্ন জেলা।
এখন পর্যন্ত ১৪ পুলিশসহ অন্তত ৯২ জন নিহতের খবর পাওয়া গেছে। এরমধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ ২২ জন, ফেনীতে ৮, ঢাকায় ১০ ও লক্ষ্মীপুরে ১০, নরসিংদীতে ৬ জন করে, রংপুর-বগুড়ায় ৪ জন করে, পাবনা, কিশোরগঞ্জ, সিলেট, মুন্সীগঞ্জ, শেরপুরে ৩ জন করে, মাগুরা, জয়পুরহাট ও কুমিল্লায় দুজন করে এবং বরিশাল, ভোলায় একজন করে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া বিভিন্ন জেলায় রাষ্ট্রীয় স্থাপনা, আওয়ামী কার্যালয়, যানবাহন ভাঙচুর করা হয়েছে।
আজ সোমবার (৫ আগস্ট) শুরু হওয়া এই বিশেষ ছুটি বুধবার (৭ আগস্ট) পর্যন্ত থাকবে। এই সময় সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য কারফিউও বহাল থাকবে।
গতকাল রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদাভাবে এই দুটি সিদ্ধান্ত নিয়েছে। এদিকে রোববার দুপুর থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকলেও ফেসবুক, টিকটকের মতো সেবা বন্ধ রয়েছে।
চলমান আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৯ জুলাই রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। দিনের একটি নির্দিষ্ট সময় শিথিল থাকলেও ১৯ জুলাই রাত থেকে কারফিউ বহাল রয়েছে। অন্যদিকে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকায় লংমার্চ করার কথা রয়েছে। অসহযোগ আন্দোলন ঘিরে রোববারের সংঘর্ষে রণক্ষেত্র দেশের বিভিন্ন জেলা।
এখন পর্যন্ত ১৪ পুলিশসহ অন্তত ৯২ জন নিহতের খবর পাওয়া গেছে। এরমধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ ২২ জন, ফেনীতে ৮, ঢাকায় ১০ ও লক্ষ্মীপুরে ১০, নরসিংদীতে ৬ জন করে, রংপুর-বগুড়ায় ৪ জন করে, পাবনা, কিশোরগঞ্জ, সিলেট, মুন্সীগঞ্জ, শেরপুরে ৩ জন করে, মাগুরা, জয়পুরহাট ও কুমিল্লায় দুজন করে এবং বরিশাল, ভোলায় একজন করে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া বিভিন্ন জেলায় রাষ্ট্রীয় স্থাপনা, আওয়ামী কার্যালয়, যানবাহন ভাঙচুর করা হয়েছে।