চলমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে লাশের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে শাহবাগ থানা পুলিশের বিরুদ্ধে। এসময় পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় একজন গুলিবিদ্ধ হন।
আজ রোববার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় শাহবাগ-টিএসসি রোডে এ চিত্র লক্ষ্য করা যায়। আন্দোলনকারী একজনের মাথায় গুলি লাগলে তাকে আন্দোলনকারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এর আগে একদল আন্দোলনকারী ফার্মগেটে-বাংলামোটরে পুলিশ-আওয়ামী লীগের হামলায় নিহত তিন জনের লাশ নিয়ে মিছিল বের করে। পরে তারা শহীদ মিনার, টিএসসি হয়ে শাহবাগে উপস্থিত হয়। এসময় এক দল আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে শাহবাগ থানায় ইট-পাটকেল মারতে থাকলে পুলিশ ভেতর থেকে হামলা চালায়। পরে পুলিশ থানা থেকে বের হয়ে আন্দোলনকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, সারাদিন পুলিশ শাহবাগ থানা থেকে বের হয়নি। শিক্ষার্থীরা তাদের প্রটেকশন দিয়ে রেখেছিল। সন্ধ্যায় হঠাৎ তাদের ওপর কয়েকটি ইটপাটকেল নিক্ষেপ করা হলে তারা গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস মারতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়।
আজ রোববার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় শাহবাগ-টিএসসি রোডে এ চিত্র লক্ষ্য করা যায়। আন্দোলনকারী একজনের মাথায় গুলি লাগলে তাকে আন্দোলনকারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এর আগে একদল আন্দোলনকারী ফার্মগেটে-বাংলামোটরে পুলিশ-আওয়ামী লীগের হামলায় নিহত তিন জনের লাশ নিয়ে মিছিল বের করে। পরে তারা শহীদ মিনার, টিএসসি হয়ে শাহবাগে উপস্থিত হয়। এসময় এক দল আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে শাহবাগ থানায় ইট-পাটকেল মারতে থাকলে পুলিশ ভেতর থেকে হামলা চালায়। পরে পুলিশ থানা থেকে বের হয়ে আন্দোলনকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, সারাদিন পুলিশ শাহবাগ থানা থেকে বের হয়নি। শিক্ষার্থীরা তাদের প্রটেকশন দিয়ে রেখেছিল। সন্ধ্যায় হঠাৎ তাদের ওপর কয়েকটি ইটপাটকেল নিক্ষেপ করা হলে তারা গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস মারতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়।