এবার পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি শ ম রেজাউল করিম এমপি বলেছেন, কোনো রকম যেন-তেন উপায়ে, অবৈধ উপায়ে দেশটা অস্তিতিশীল করার চেষ্টা করলে কাউকে আমরা ছাড় দেব না। আপনারা শেখ হাসিনার সঙ্গে থাকবেন, উন্নয়নের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সুবিধা-অসুবিধা আমরা দেখব।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকালে নাজিরপুর উপজেলা পরিষদ কৃষি প্রশিক্ষণ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাজিরপুর উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে টিন ও নগদ অর্থ বিতরণ করেন তিনি। এ সময় উপজেলার ১০১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ৫ হাজার ও যাতায়াত খরচ বাবদ ২৫০ টাকাসহ ১ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, ‘শেখ হাসিনার আগে কেউ কি অসহায় মানুষদের ঘর-বাড়ি করে দিয়েছে, শুধু ঘর নয় দলিল করে দেওয়া হয়েছে জমি। আপনাদের বিদ্যুৎ, টিউবওয়েল, বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে, টিন, গরু, ছাগল, বেড়া হয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র শেখ হাসিনার দ্বারা। তার সঙ্গে থাকবেন। শেখ হাসিনা আমাদের জন্য আশীর্বাদ।’
তিনি আরো বলেন, ‘কোনো বাটপার, দুর্নীতিবাজ, দুর্বৃত্ত, সন্ত্রাসীদের দ্বারা আপনারা বিভ্রান্ত হবেন না। আমি আপনাদের সঙ্গে আছি, আমৃত্যু আপনাদের সঙ্গে থাকব।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকালে নাজিরপুর উপজেলা পরিষদ কৃষি প্রশিক্ষণ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাজিরপুর উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে টিন ও নগদ অর্থ বিতরণ করেন তিনি। এ সময় উপজেলার ১০১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ৫ হাজার ও যাতায়াত খরচ বাবদ ২৫০ টাকাসহ ১ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, ‘শেখ হাসিনার আগে কেউ কি অসহায় মানুষদের ঘর-বাড়ি করে দিয়েছে, শুধু ঘর নয় দলিল করে দেওয়া হয়েছে জমি। আপনাদের বিদ্যুৎ, টিউবওয়েল, বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে, টিন, গরু, ছাগল, বেড়া হয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র শেখ হাসিনার দ্বারা। তার সঙ্গে থাকবেন। শেখ হাসিনা আমাদের জন্য আশীর্বাদ।’
তিনি আরো বলেন, ‘কোনো বাটপার, দুর্নীতিবাজ, দুর্বৃত্ত, সন্ত্রাসীদের দ্বারা আপনারা বিভ্রান্ত হবেন না। আমি আপনাদের সঙ্গে আছি, আমৃত্যু আপনাদের সঙ্গে থাকব।