এবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা-ভাঙচুর ও হতাহতের ঘটনায় ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় এ পর্যন্ত ২৪৩ টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ২ হাজার ৮২২ জনকে। আজ সোমবার (২৯ জুলাই) ডিএমপি থেকে এ তথ্য জানা যায়।
সেখানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৪টি নতুন মামলা করা হয়েছে। এ সময়ে গ্রেফতার করা হয়েছে ৫৮ জনকে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার শুরু হয় ১৯ জুলাই। সহিংসতার প্রেক্ষিতে ২৪ ঘণ্টা সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসব মামলায় শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। আতঙ্কিত হয়ে শিক্ষার্থী ও বিরোধী নেতাকর্মীদের অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা আত্মগোপনে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১৪৭ জন। মেট্রোরেলের মিরপুর ও কাজীপাড়া স্টেশন, বিটিভি, সেতু ভবনসহ ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় অনেক সম্পদ।
সেখানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৪টি নতুন মামলা করা হয়েছে। এ সময়ে গ্রেফতার করা হয়েছে ৫৮ জনকে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার শুরু হয় ১৯ জুলাই। সহিংসতার প্রেক্ষিতে ২৪ ঘণ্টা সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসব মামলায় শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। আতঙ্কিত হয়ে শিক্ষার্থী ও বিরোধী নেতাকর্মীদের অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা আত্মগোপনে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১৪৭ জন। মেট্রোরেলের মিরপুর ও কাজীপাড়া স্টেশন, বিটিভি, সেতু ভবনসহ ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় অনেক সম্পদ।