এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী আসরের জন্য চেন্নাই সুপার কিংসের চার রিটেইন প্লেয়ার লিস্টে নেই বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের নাম। এমনকি সেখানে নেই দলটির সাবেক অধিনায়ক ধোনিও।
এদিকে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা ধরে রেখেছে তাদের চার পুরাতন প্লেয়ার পাথিরানা, রুতুরাজ গায়কোয়াড়, শিভম দুবে ও রবীন্দ্র জাদেজাকে। সবশেষ আইপিএলে ১৪ উইকেট নিয়ে মোস্তাফিজ চেন্নাইকে রেখেছিলো প্লে-অফের পথে।
দলটির অন্যতম কান্ডারি মাহেন্দ্র সিং ধোনিও ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৫ আইপিএলে কাটার মাস্টারকে চেইন্নাইয়ে রাখতে। কিন্তু রিটেইন লিস্টে জায়গা পাননি ধোনি নিজেই। তাই গুঞ্জন আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
গত ২০০৮ আসর থেকেই চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাঠ মাতিয়েছেন ধোনি। মাঝে ফ্র্যাঞ্চাইজিটি অংশগ্রহণে নিষেধাজ্ঞা পেলে সেই সিজনগুলোতে ধোনি খেলেছিলেন লাখনৌ সুপার জায়ান্টসে। অপরদিকে চেন্নাইয়ের পাশাপাশি হায়দারাবাদ, মুম্বাই ও দিল্লির হইয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে কাটার মাস্টার মোস্তাফিজের।
এদিকে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা ধরে রেখেছে তাদের চার পুরাতন প্লেয়ার পাথিরানা, রুতুরাজ গায়কোয়াড়, শিভম দুবে ও রবীন্দ্র জাদেজাকে। সবশেষ আইপিএলে ১৪ উইকেট নিয়ে মোস্তাফিজ চেন্নাইকে রেখেছিলো প্লে-অফের পথে।
দলটির অন্যতম কান্ডারি মাহেন্দ্র সিং ধোনিও ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৫ আইপিএলে কাটার মাস্টারকে চেইন্নাইয়ে রাখতে। কিন্তু রিটেইন লিস্টে জায়গা পাননি ধোনি নিজেই। তাই গুঞ্জন আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
গত ২০০৮ আসর থেকেই চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাঠ মাতিয়েছেন ধোনি। মাঝে ফ্র্যাঞ্চাইজিটি অংশগ্রহণে নিষেধাজ্ঞা পেলে সেই সিজনগুলোতে ধোনি খেলেছিলেন লাখনৌ সুপার জায়ান্টসে। অপরদিকে চেন্নাইয়ের পাশাপাশি হায়দারাবাদ, মুম্বাই ও দিল্লির হইয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে কাটার মাস্টার মোস্তাফিজের।