এবার পোলাও-পনির ও হরেক রকম তরকারির সমারোহে বিয়ের আয়োজনে। কয়েক লাখ রুপি যৌতুক হিসেবে নেয়া হয়েছে। তবুও কনেপক্ষকে পিটিয়ে বিয়ে ভেঙে দিল বরপক্ষ। কারণ- অনুষ্ঠানে নেই মাছ ও মাংস। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বরপক্ষ। কনেপক্ষের লোকজনদের রীতিমতো লাঠিপেটা করে ভেঙেছেন বিয়ে।
রোববার (১৪ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয় ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের দেওরিয়া জেলার আনন্দ নগর গ্রামের অভিষেক শর্মা দীনেশ শর্মার মেয়ে সুষমার বিয়ের অনুষ্ঠান ছিল সেটি। মাছ–মাংস কাণ্ডে পণ্ড হয়েছে বিয়ের অনুষ্ঠান। বর অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। এরপর কনের পরিবার পুলিশের অভিযোগ দেয়।
এদিকে কনের বাবা পুলিশ বলেন, বর, তার বাবা সুরেন্দ্র শর্মা এবং অন্যরা আয়োজনে আমিষ না থাকায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। আমি আপত্তি জানালে অভিষেক শর্মা, সুরেন্দ্র শর্মা, রামপ্রবেশ শর্মা, রাজকুমার এবং কিছু অজ্ঞাতপরিচয় লোক আমার পরিবারের লোকজনকে লাঠি দিয়ে মারতে শুরু করে এবং লাথি দেয়, ঘুষি মারে।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতাহাতি, ঘুষি এবং চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে। দুই পক্ষে চলছে তুমুল ঝগড়া।
রোববার (১৪ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয় ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের দেওরিয়া জেলার আনন্দ নগর গ্রামের অভিষেক শর্মা দীনেশ শর্মার মেয়ে সুষমার বিয়ের অনুষ্ঠান ছিল সেটি। মাছ–মাংস কাণ্ডে পণ্ড হয়েছে বিয়ের অনুষ্ঠান। বর অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। এরপর কনের পরিবার পুলিশের অভিযোগ দেয়।
এদিকে কনের বাবা পুলিশ বলেন, বর, তার বাবা সুরেন্দ্র শর্মা এবং অন্যরা আয়োজনে আমিষ না থাকায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। আমি আপত্তি জানালে অভিষেক শর্মা, সুরেন্দ্র শর্মা, রামপ্রবেশ শর্মা, রাজকুমার এবং কিছু অজ্ঞাতপরিচয় লোক আমার পরিবারের লোকজনকে লাঠি দিয়ে মারতে শুরু করে এবং লাথি দেয়, ঘুষি মারে।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতাহাতি, ঘুষি এবং চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে। দুই পক্ষে চলছে তুমুল ঝগড়া।