এবার বিএনপিসহ কিছু দল কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যখন আদালতে সব পক্ষের বক্তব্য শুনে গ্রহণযোগ্য সমাধানের প্রক্রিয়া চলছে, তখন আন্দোলনকারীরা মানুষের চলাচলকে জিম্মি করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অনেকে শিক্ষার্থী আন্দোলনকে ব্যবহার করে নিজেদের স্বার্থ উদ্ধারে তৎপর রয়েছে। তিনি বলেন, বল প্রয়োগে দাবি আদায়ের কোন সুযোগ নেই। দেশের আইন-আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।
এদিকে কিছু রাজনৈতিক দল আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের প্ররোচনা দিচ্ছে বলেও অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। তরুণদের অপব্যবহার করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, যখন আদালতে সব পক্ষের বক্তব্য শুনে গ্রহণযোগ্য সমাধানের প্রক্রিয়া চলছে, তখন আন্দোলনকারীরা মানুষের চলাচলকে জিম্মি করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অনেকে শিক্ষার্থী আন্দোলনকে ব্যবহার করে নিজেদের স্বার্থ উদ্ধারে তৎপর রয়েছে। তিনি বলেন, বল প্রয়োগে দাবি আদায়ের কোন সুযোগ নেই। দেশের আইন-আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।
এদিকে কিছু রাজনৈতিক দল আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের প্ররোচনা দিচ্ছে বলেও অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। তরুণদের অপব্যবহার করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।