ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ট্রফিটি পাওয়া যেকোনো খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৪ ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে মেসি-রোনালদোর পাশাপাশি বেশ ভালোভাবে এগিয়ে রয়েছেন হালান্ড-এমবাপ্পে-ভিনিসিয়ুস-বেলিংহামরা।
বিশেষ ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দু’জন ইউরোপকে বিদায়ও জানিয়েছেন। একজন মাতাচ্ছেন সৌদি প্রো লিগ, আরেকজন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের এমএলএস।
এদিকে বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই শত শত কোটি ফুটবলপ্রেমীর কৌতূহল, ২০২৪ সালে কে পেতে যাচ্ছেন সম্মানজনক পুরস্কারটি। ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের পছন্দের চার ফুটবলারের নাম প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
নেইমার যে চারজনের নাম জানিয়েছেন, তাদের দুজনই ব্রাজিলের। ব্যালন ডি’অর জয়ে কারা ফেভারিট এমন প্রশ্নের জবাবে দেশটির এক গণমাধ্যমকর্মীকে নেইমার বলেন, ‘ভিনিসিয়ুস থাকবে সবার প্রথমে, এরপর রদ্রিগো ও বেলিংহাম যৌথভাবে দুইয়ে। আর এমবাপ্পে তৃতীয় স্থানের জন্য লড়াই করবে।’
বিশেষ ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দু’জন ইউরোপকে বিদায়ও জানিয়েছেন। একজন মাতাচ্ছেন সৌদি প্রো লিগ, আরেকজন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের এমএলএস।
এদিকে বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই শত শত কোটি ফুটবলপ্রেমীর কৌতূহল, ২০২৪ সালে কে পেতে যাচ্ছেন সম্মানজনক পুরস্কারটি। ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের পছন্দের চার ফুটবলারের নাম প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
নেইমার যে চারজনের নাম জানিয়েছেন, তাদের দুজনই ব্রাজিলের। ব্যালন ডি’অর জয়ে কারা ফেভারিট এমন প্রশ্নের জবাবে দেশটির এক গণমাধ্যমকর্মীকে নেইমার বলেন, ‘ভিনিসিয়ুস থাকবে সবার প্রথমে, এরপর রদ্রিগো ও বেলিংহাম যৌথভাবে দুইয়ে। আর এমবাপ্পে তৃতীয় স্থানের জন্য লড়াই করবে।’