জনপ্রিয় ক্রিকেটে ভারতের দাদাগিরি নতুন কিছু নয়। দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে আইসিসি ইভেন্টগুলোতেও প্রায়ই ভারতকে অতিরিক্ত সুবিধা দেয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। যা অনেক দলের বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়। তবে এবার আইসিসির কঠোর সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
এক পডকাস্টে মাইকেল ভন বলেছেন, এই টুর্নামেন্টটি করাই হয়েছে ভারতকে শিরোপা জেতাতে। টুর্নামেন্টের গ্রুপিং থেকে শুরু করে ম্যাচের সূচি ও ভেন্যু নির্ধারণের ক্ষেত্রেও ভারতকে প্রাধান্য দেয়া হয়েছে বলে মনে করেন তিনি। যা নিয়ে আইসিসির কঠোর সমালোচনা করেছেন ভন।
এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভন বলেন, ‘এটা তাদের (ভারতের) টুর্নামেন্ট, তাই না? আক্ষরিক অর্থে, এটি তাদের টুর্নামেন্টই। তারা যখনই চায় খেলতে পারে, তারা জানতে পারে তারা কোথায় সেমিফাইনাল খেলতে চায়। তারা সকালে প্রতিটি ম্যাচ খেলে যাতে ভারতের লোকেরা রাতে টেলিভিশনে তা দেখতে পারে।’
ভারতকে আইসিসির এমন বাড়তি সুবিধা দেয়ার পেছনে আছে ব্যবসায়িক মনোভাব। কেননা, ক্রিকেটের বিশাল ফ্যানবেজ ভারত ও এশিয়ায়। তবে যখন টুর্নামেন্টই আইসিসি আয়োজন করবে তখন সেটা ভিন্ন রকম হওয়া উচিত বলে মনে করেন ভন।
ভন বলেন, ‘যখন আপনি বিশ্বকাপে যান, তখন টুর্নামেন্টের একটি দলের প্রতি কোনো ধরনের সহানুভূতি বা কোনো ধরনের প্রভাব থাকতে পারে না। আর এই টুর্নামেন্টটি সম্পূর্ণরূপে ভারতের জন্য তৈরি করা হয়েছে। যা এখন পানির মতোই সহজ। বিশ্বকাপে এটা হতে পারে না। এটা সবার জন্য সমান হতে হবে।’
এর আগে আফগানিস্তানের সেমিফাইনাল থেকে বাদ পড়ার পরও ভারতকে দায়ী করেছিলেন ভন। এক্সে তিনি লিখেছেন, ‘নিশ্চিতভাবেই সেমিফাইনাল ম্যাচটি গায়ানাতে হওয়া উচিত ছিল। তবে পুরো আসরটিই ভারতকে সুবিধা দেয়ার জন্য করায় বাকিদের ওপর অন্যায় হয়েছে।’
এক পডকাস্টে মাইকেল ভন বলেছেন, এই টুর্নামেন্টটি করাই হয়েছে ভারতকে শিরোপা জেতাতে। টুর্নামেন্টের গ্রুপিং থেকে শুরু করে ম্যাচের সূচি ও ভেন্যু নির্ধারণের ক্ষেত্রেও ভারতকে প্রাধান্য দেয়া হয়েছে বলে মনে করেন তিনি। যা নিয়ে আইসিসির কঠোর সমালোচনা করেছেন ভন।
এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভন বলেন, ‘এটা তাদের (ভারতের) টুর্নামেন্ট, তাই না? আক্ষরিক অর্থে, এটি তাদের টুর্নামেন্টই। তারা যখনই চায় খেলতে পারে, তারা জানতে পারে তারা কোথায় সেমিফাইনাল খেলতে চায়। তারা সকালে প্রতিটি ম্যাচ খেলে যাতে ভারতের লোকেরা রাতে টেলিভিশনে তা দেখতে পারে।’
ভারতকে আইসিসির এমন বাড়তি সুবিধা দেয়ার পেছনে আছে ব্যবসায়িক মনোভাব। কেননা, ক্রিকেটের বিশাল ফ্যানবেজ ভারত ও এশিয়ায়। তবে যখন টুর্নামেন্টই আইসিসি আয়োজন করবে তখন সেটা ভিন্ন রকম হওয়া উচিত বলে মনে করেন ভন।
ভন বলেন, ‘যখন আপনি বিশ্বকাপে যান, তখন টুর্নামেন্টের একটি দলের প্রতি কোনো ধরনের সহানুভূতি বা কোনো ধরনের প্রভাব থাকতে পারে না। আর এই টুর্নামেন্টটি সম্পূর্ণরূপে ভারতের জন্য তৈরি করা হয়েছে। যা এখন পানির মতোই সহজ। বিশ্বকাপে এটা হতে পারে না। এটা সবার জন্য সমান হতে হবে।’
এর আগে আফগানিস্তানের সেমিফাইনাল থেকে বাদ পড়ার পরও ভারতকে দায়ী করেছিলেন ভন। এক্সে তিনি লিখেছেন, ‘নিশ্চিতভাবেই সেমিফাইনাল ম্যাচটি গায়ানাতে হওয়া উচিত ছিল। তবে পুরো আসরটিই ভারতকে সুবিধা দেয়ার জন্য করায় বাকিদের ওপর অন্যায় হয়েছে।’