এবার জেতার তাড়না নেই- তাই কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা দেখবেন না বলে জানিয়েছিলেন কিংবদন্তি রোনালদিনহো। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফিনহার যে কথাটা ঘুরছে, তা রোনালদিনহোর বক্তব্যের সম্পূর্ণ ভিন্ন। রাফিনহার দাবি, রোনালদিনহোর খেলা দেখার ইচ্ছে আছে বা ছিল। নাহলে ভিনিসিউস জুনিয়রের কাছে কেন টিকিট চাইবেন!
এদিকে কোপা আমেরিকা মাঠে গড়াতে আর দিন চারেক বাকি। ২১ জুন টুর্নামেন্ট শুরু হলেও ডি’ গ্রুপে থাকা ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে। এরপর প্যারাগুয়ের বিপক্ষে ২৯ জুন এবং ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে পরের ২টি ম্যাচ খেলবে সেলেসাওরা।
নতুন কোচের অধীনে নতুন চ্যালেঞ্জ নিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ব্রাজিল। কিন্তু রোনালদিনহা বলছেন, ব্রাজিলের জেতার বা ভালো খেলার তাড়না নেই। তাই ম্যাচ দেখা থেকেও বিরত থাকবেন তিনি। ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। দলে সাহস ও নিবেদনের ঘাটতি আছে। দলটিতে অবশ্য সবকিছুরই অভাব আছে।’
এদিকে বিশ্বকাপজয়ী তারকা যোগ করেন, ‘সবকিছুই অনুপস্থিত; আকাঙ্ক্ষা, আনন্দ কিছুই নেই। তাদের ভালো ফুটবল খেলা উচিত। আমি কোনো ম্যাচ দেখব না। ব্রাজিলকে ত্যাগ করতে যাচ্ছি।’
সামাজিক মাধ্যমে ঘুরঘুর করতে থাকা রাফিনহার বক্তব্যটা এমন- ‘যা বলা হয়েছে (রোনালদিনহো যা বলেছেন), আমি সেটার সঙ্গে একমত নই। দলে নাকি সাহস ও নিবেদনের ঘাটতি আছে। কিন্তু আমরা জেনেছি তিনি ভিনির কাছে টিকিট চেয়েছিলেন, যাতে যুক্তরাষ্ট্রে মাঠে বসে আমাদের ম্যাচ দেখতে পারেন। আর এখন কী নিয়ে কথা হচ্ছে।’
এদিকে কোপা আমেরিকা মাঠে গড়াতে আর দিন চারেক বাকি। ২১ জুন টুর্নামেন্ট শুরু হলেও ডি’ গ্রুপে থাকা ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে। এরপর প্যারাগুয়ের বিপক্ষে ২৯ জুন এবং ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে পরের ২টি ম্যাচ খেলবে সেলেসাওরা।
নতুন কোচের অধীনে নতুন চ্যালেঞ্জ নিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ব্রাজিল। কিন্তু রোনালদিনহা বলছেন, ব্রাজিলের জেতার বা ভালো খেলার তাড়না নেই। তাই ম্যাচ দেখা থেকেও বিরত থাকবেন তিনি। ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। দলে সাহস ও নিবেদনের ঘাটতি আছে। দলটিতে অবশ্য সবকিছুরই অভাব আছে।’
এদিকে বিশ্বকাপজয়ী তারকা যোগ করেন, ‘সবকিছুই অনুপস্থিত; আকাঙ্ক্ষা, আনন্দ কিছুই নেই। তাদের ভালো ফুটবল খেলা উচিত। আমি কোনো ম্যাচ দেখব না। ব্রাজিলকে ত্যাগ করতে যাচ্ছি।’
সামাজিক মাধ্যমে ঘুরঘুর করতে থাকা রাফিনহার বক্তব্যটা এমন- ‘যা বলা হয়েছে (রোনালদিনহো যা বলেছেন), আমি সেটার সঙ্গে একমত নই। দলে নাকি সাহস ও নিবেদনের ঘাটতি আছে। কিন্তু আমরা জেনেছি তিনি ভিনির কাছে টিকিট চেয়েছিলেন, যাতে যুক্তরাষ্ট্রে মাঠে বসে আমাদের ম্যাচ দেখতে পারেন। আর এখন কী নিয়ে কথা হচ্ছে।’